বিসিপিএসপি’র ফ্যামিলি গেট টুগেদার
কেরানীগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ কমার্শিয়াল, প্রকিউরমেন্ট ও সাপ্লাই-চেইন প্রফেশনালস এর উদ্যোগে,
“বিসিপিএসপি – সিপিডিএ ফ্যামিলি গেট টুগেদার -২০২৪” অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ১১টায়কেরানীগঞ্জের গ্রীন ভিলেজ রিসোর্টে জমকালো আয়োজনের উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠান পরিচালনায় ইঞ্জিঃ আল আমিন খান সুৃমন ও তাহমিনা আকতার ।
এতে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি, পিকনিক কমিটির আহবায়ক, মেজর সাফিউজ্জামান খান (অব:), সহ-সভাপতি আবদুল্লাহ আল নোমান ও আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক, পিকনিক কমিটির যুগ্ম আহবায়ক, ইঞ্জিঃ আল আমিন খান সুমন,যুগ্ম সাধারন সম্পাদক ফাতেমা আক্তার পুষ্পা, অফিস সম্পাদক আমিনুল ইসলাম নিরব, ক্রিড়া বিষয়ক সম্পাদক, পিকনিক কমিটির সদস্য সচিব, এম এ রব, ট্রেনিং বিষয়ক সম্পাদক তাহমিনা আক্তার, সহকারি ট্রেনিং বিষয়ক সম্পাদক, মামুনুর রশিদ, ডিজেস্টার ম্যানেজমেন্ট বিষয়ক সম্পাদক মনির হোসেন শান্ত সহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যবৃন্দ ।
অতিথি ছিলেন ইন্ডেপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের সহযোগি অধ্যাপক ড. এম এ আউয়াল, শুদ্ধ মঞ্চের মহা সচিব মসিউদ্দিন খান (পূর্ন পাত্র), গ্রামীণ টেলিকম ট্রাস্টের মানব সম্পদ বিভাগের বিভাগ প্রধান জনাব কাজী শায়লা শারমিন, ট্রেডক্স এর হেড অব বিজনেজ আবদুর মাবুদ তুষার,ন্যশনাল ইয়থ কাউন্সিলের সদস্য মো: অলি আহমেদ, কেরানীগন্জ প্রেস ক্লাবের সহ-সভাপতি আলমগীর হোসেন সহ অনেক গন্যমান্য ব্যাক্তি বর্গ।
আমন্ত্রিত অতিথি ও শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্ট ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।