ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ১১:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ সদরে আলভীর পক্ষে ভোট বিপ্লব ঘটাবেন অষ্টধারের ভোটাররা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, May 20, 2024 - 11:05 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

ষ্টাফ রিপোর্টারঃষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ময়মনসিংহ সদরে চেয়ারম্যান পদে আল আমিন আলভীর আনারস

মার্কার বিজয় নিশ্চিত করে ঘরে ফেরার ডাক দিয়েছেন উপজেলার ১অষ্টধার ইউনিয়নের ভোটাররা।

রবিবার বিকালে অষ্টধার ইউনিয়নের —এলাকায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী সভায় ইউনিয়নবাসী স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে তাদের ইউনিয়নের সম্তান তরুণ জনবান্ধন আওয়ামী লীগ নেতা চেয়ারম্যান পদপ্রার্থী আল আমিন আলভীর আনারস প্রতি অকুণ্ঠ সমর্থন দেন তারা । একইসঙ্গে ২১ মে যোগ্য প্রার্থী এলাকার সন্তান আলভীকে বিজয়ী করার মাধ্যমে প্রতিপক্ষ প্রতিদ্বন্ধী প্রার্থীদের বিরুদ্ধে বিপ্লব ঘটানোর আহ্বান জানান।

আল আমিন আলভীর নিজের ইউনিয়ন অষ্টধার । তার ডাকে আয়োজিত সভায় আলভির পক্ষে অষ্টধার ইউনিয়ন ও পাশ্ববর্তী কুষ্টিয়া ইউনিয়নের ভোটাররা যোগদান করায় প্রতিপক্ষ প্রার্থীদের জন্য বিশাল চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

সভায় অষ্টধার ইউনিয়নের রাজনৈতিক সামাজিক ও বিভিন্ন পেশাশ্রেণীর ব্যক্তিরা তাদের বক্তব্যে বলেন, ‘আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক তুলে নিয়েছেন, একইসঙ্গে উম্মুক্ত ভাবো ভোটে লড়ার অনুমতি দিয়েছেন। এই উম্মুক্ত প্রার্থীদের বেশিরভাগই জনপ্রিয় নেতা। আমাদের অষ্টধার ইউনিয়নের সন্তান আল আমিন আলভী সবচেয়ে বেশি জনপ্রিয়। আমাদের ইউনিয়ন থেকে এই প্রথমবারের মত উপজেলায় একজন প্রার্থী হয়েছে। যা আমাদের জন্য গর্ব। আমরা আলভির মতো মানবদরদী নেতাকেই চেয়ারম্যান বানাতে চাই।’

আলভী মানুষের কল্যাণের জন্য আওয়ামী লীগের রাজনীতি করেন মন্তব্য করে তারা বলেন, ‘দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করে আসছে শুধু মানুষের জন্য। আমরা আগামী ২১ মে আনারস মার্কায় ভোটের মধ্য দিয়ে একটি বিপ্লব ঘটাতে চাই। এই বিপ্লবের মধ্য দিয়ে এই ইউনিয়ন থেকে থেকে এক নতুন ইতিহাস তৈরী হবে। আমরা এই আলভী কে বিজয়ী না করে ঘরে ফিরবো না।’

অষ্টধার ইউনিয়নের ভোটারদের আলভীর আনারস মার্কায় ভোট প্রদানের প্রার্থনা জানিয়ে ইউনিয়নটির কয়েকজন ব্যবসায়ী আরও বলেন, ‘আপনারা ভোট দিয়ে আলভির দাদাকেও চেয়ারম্যান বানিয়েছিলেন। আমি আপনাদের অনুরোধ করবো আলভীর পক্ষে মাঠে নামুন। আনারস মার্কার বিজয় নিশ্চিত করুন।’

২১মে আনারস মার্কার বিজয় নিশ্চিত না করা পর্যন্ত আমরা ঘরে ফিরবো না। আমরা আলভী ভাইকে বিজয়ী করবো। ইনশাআল্লাহ। আমরা প্রমাণ করবো আমাদেরও যোগ্য নেতা পেয়েছি,যোগ্য লোক পেয়েছি। আমরা সদরের উন্নয়নে আনারস মার্কাকে বিজয়ী করবো।

স্থানীয়রা বলছেন, আলভি কনস্ট্রাকশনের স্বাধিকারী ও আওয়ামী লীগ নেতা আল আমিন আলভী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ায় ময়মনসিংহ সদরে ভোটের হিসাব পাল্টে গেছে। ক্লিন ইমেজ ও সর্বসাধারণের কাছে গ্রহণযোগ্যতায় আলভীর ধারেকাছেও নেই হেভিওয়েট অপর দুই প্রার্থী।

জনপ্রতিনিধি না হয়েও আলভি গত প্রায় ১০বছর ধরে উপজেলার সর্বস্তরের মানুষের কল্যাণে বহুমুখী কাজ চালিয়ে আসছেন। আলভী এসব সমাজ ও জনসেবামূলক কর্মকাণ্ডের প্রশংসা গোটা অঞ্চলের লাখো মানুষের মুখে মুখে।

এর ফলে চলমান উপজেলা পরিষদ নির্বাচনে আনারস মার্কার পক্ষে তৈরি হয়েছে ব্যাপক গণজোয়ার। ২১ মে মঙ্গলবার ভোটের দিন আলভির আনারস মার্কাকে বিজয়ী করতে প্রতিদিনই হাজারো জনতা স্লোগান, গণসংযোগে মুখর করে রাখছেন ময়মনসিংহ সদর উপজেলার প্রত্যেকটি এলাকা।