আ’লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছেদ সরদার এর মদ্যপানের ছবি ফেসবুকে ভাইরাল
মু,হেলাল আহম্মেদ(রিপন)স্টাফ রিপোর্টার:পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান পদ প্রার্থী বাছেদ সরদার এর মদ্যপানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) ভাইরাল হয়েছে।
মঙ্গলবার দুপুরে (৪ জুন) অপি, জাহিদ, রিদয়, সমির কর্মকার সহ কয়েক জন ফেসবুকার ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছেদের মদ্যপানের ছবিটি পোস্ট করা হয়েছে। এরপর মুহূর্তেই ছবিটি শতাধিক ব্যক্তি কপি করে তাদের ফেসবুক আইডি থেকে পোস্ট করেছেন। এরপরই ছবিটি ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়।
ছবিতে প্যান্ট পরিহিত সেন্ডেল গেনজি গায়ে চেয়ারম্যান প্রার্থী বাছেদ সরদার এর সামনে একটি কাঁচের প্লেটে মুরগী মাংস, লেবু ও হতে গ্লাসেমদ সহ একটি মদের বোতল রয়েছে। তার এক হাতের মধ্যে মদের গ্লাস আর এক হাতে মুরগীর রান দেখা যাচ্ছে। চেয়ারম্যান প্রার্থী বাছেদ সরদার এর সামনে বোতল ভর্তি মদ এবং তার হাতে থাকা গ্লাসে মদ ছবিতে দেখা যাচ্ছে।
কোনো একটি বিলাসবহুল বাড়ি অথবা আবাসিক হোটেলের রুমে এ মদের আসর বসেছিল। তখন তাদের মধ্যে যে কেউ ছবিটি তুলেছে। এ ছবিটি ফেসবুকে ছড়িয়ে পরায় আওয়ামী লীগ নেতা ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছেদ সরদার কে নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে ইতিমধ্যে।
কেউ কেউ লিখেছেন, তার (বাছেদ) দ্বারা এর চেয়েও খারাপ কিছু করা সম্ভব। আবার কেউ লিখেছেন, একজন আওয়ামী লীগ নেতা হিসাবে মদ্যপান করলে আপত্তি ছিলনা। কিন্তু তিনি তো একজন উপজেলা চেয়ারম্যান প্রার্থী! তার কাছ থেকে সমাজ কি আসা করে তিনি সমাজকে কি দিবে? এর চেয়েও বাজে ভাষায় কমেন্ট করেছেন অনেকে।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী বাছেদ সরদার এর কাছে এ-বিষয় জানার জন্য একাধিকবার মুঠোফোনে কথা বলার চেষ্টা করলেও সে ফোনটি রিসিভ করে নি তিনি।
নাম প্রকাশে অনিচ্ছুক তবে এ বিষয় উপজেলা আওয়ামী লীগের কোনো নেতা মন্তব্য করতে রাজি হননি।