রাঙ্গুনিয়ায় গ্যাসের আগুনে শিক্ষকের বসতঘর পুড়ে ছাই
রাঙ্গুনিয়া প্রতিবেদকঃ রাঙ্গুনিয়া উপজেলার গ্যাসের চুলা থেকে আগুন লেগে উজ্জল কান্তি মালাকার নামে এক শিক্ষকের আধাপাকা বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। রোববার (১৮ আগষ্ট) সন্ধ্যায় উপজেলার লালানগর ১নং ওয়ার্ড পালপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণ করেন।
শিক্ষক উজ্জ্বল মালাকার জানান, গ্যাসের চুলা থেকে আগুন লেগে পুরো ঘর পুড়ে গেছে। এতে ঘরসহ আনুমানিক ৮/১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের টিম লিডার জাহেদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। গ্যাস থেকে আগুনের সূত্রপাত হয়েছে। উজ্জল মালাকারের পাশে থাকে অপর একটি ঘরেও আংশিক ক্ষতি হয়েছে।