ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:১৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

চবি শিক্ষার্থীর বন্যার্তদের ত্রান দিতে গিয়ে নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 8, 2024 - 3:26 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

 মোঃ লায়ন ইসলাম ,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি:সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থদের ত্রান দিতে গিয়ে সড়ক দূর্ঘটনায় নিহত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও দিনাজপুরের খানসামা উপজেলার সন্তান ফাহিম আহমেদ পলাশের কবর জিয়ারত ও পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও দিনাজপুর-৪ আসন (খানসামা-চিরিরবন্দর) সাবেক এমপি মো. আখতারুজ্জামান মিয়া।

রবিবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার ভাবকী মুন্সিপাড়ায় নিহতের কবরস্থান জিয়ারত করে পরিবারের খোঁজ নেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ভাবকী ইউপি চেয়ারম্যান রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলী সরকার, উপজেলা কৃষক দলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন সরকার, উপজেলা যুবদলের আহবায়ক ওবাইদুর রহমান ও সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হাকিম, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রুবেল ইসলামসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করা ফাহিম গত ২৭ আগস্ট সোমবার দিবাগত রাত ৩টার দিকে ত্রাণ নিয়ে ট্রাকে করে নোয়াখালী সেনবাগের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে। প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও পরে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (০৪ সেপ্টেম্বর) সকাল ৬ টা ২০ মিনিটে মৃত্যুবরণ করেন।