চায়ের মান উন্নয়নে ক্ষুদ্র চা কারখানা স্থাপনের পরিকল্পনা: চা বোর্ড চেয়ারম্যান
স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃবাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেছেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিদের উন্নতির জন্য ক্ষুদ্র চা কারখানা গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে। চা চাষিদের আবেদনের প্রেক্ষিতে এটি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে তিনি জানান।
রবিবার দুপুরে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড মিলনায়তনে আয়োজিত “উত্তরাঞ্চলে চায়ের আবাদ সম্প্রসারণ এবং গুণগত মান উন্নয়ন” শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভার আয়োজন করে বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট।
চা বোর্ড চেয়ারম্যান বলেন, “উত্তরাঞ্চলের চা শিল্পের প্রধান সমস্যা কোয়ালিটি। পঞ্চগড়ের চা চাষিদের কাঁচা চা পাতার মান উন্নত করতে হবে। এছাড়া কিছু ফ্যাক্টরি সিন্ডিকেটের কারণে চা শিল্পে অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। চাষিদের কাছ থেকে মানসম্পন্ন চা পাতা সংগ্রহ করলে ন্যায্যমূল্য দেওয়া হবে।”
তিনি আরও বলেন, “চায়ের বাজারে মনোপলি প্রতিরোধে প্রতিযোগিতা বাড়াতে হবে। চা শিল্পে আন্ডারগ্রাউন্ড বিক্রির যে বদনাম রয়েছে, তা দূর করতে মোবাইল কোর্টের মাধ্যমে মনিটরিং জোরদার করা হবে। ক্ষুদ্র চা কারখানা অনুমোদনের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। প্রয়োজনে নিয়ম-নীতি সংশোধন করে এটি বাস্তবায়নের চেষ্টা করব।”
সভায় চা চাষি, বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ, বায়ার এবং বিটারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশগ্রহণ করেন। তারা তাদের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো তুলে ধরেন।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেন, এবং চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উত্তরাঞ্চলের চা শিল্পে গুণগত মান বৃদ্ধির পাশাপাশি চাষিদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে ক্ষুদ্র চা কারখানার গুরুত্ব অপরিসীম। চা বোর্ডের এই উদ্যোগ সফল হলে দেশের চা শিল্পে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে।