ঢাকা | ডিসেম্বর ২৬, ২০২৪ - ৯:৩৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে ৭ বিঘা জমির ধান চুরির অভিযোগ, আদালতে মামলা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, November 17, 2024 - 12:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 14 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড় সদর উপজেলার বদলু পাড়া এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে ৭ বিঘা জমির ধান চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি আদালতে মামলা করেছেন। মামলায় ২৩ জনকে বিবাদী করা হয়েছে।

আদালতের নির্দেশে তদন্ত শুরু,বাদীর আইনজীবী অ্যাডভোকেট হাজিজুর রহমান মুরাদ জানান, আদালত মামলাটি আমলে নিয়ে সদর থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে চুরি হওয়া ধান জব্দ করার আদেশও দিয়েছেন।

মামলার বিবরণ, মামলায় বলা হয়েছে, বাদী ও বিবাদীরা আত্মীয় এবং জমিটি ক্রয় ও ওয়ারিশ সূত্রে মালিকানাধীন। বিবাদীরা জমি দখলের হুমকি দিয়ে আসছিল। গত শনিবার (৯ নভেম্বর) বিবাদীরা দিনব্যাপী ৭ বিঘা জমির পাকা ধান কেটে নিয়ে যায়। বাধা দিতে গেলে বাদীকে ভয়ভীতি দেখানো হয়। এতে বাদীর প্রায় ৩ লাখ ১০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

বাদী আব্দুল হামিদ বলেন, “বিরোধ মেটানোর জন্য পরিষদে বসার দিন ঠিক করা হয়েছিল। তার আগেই বিবাদীরা ধান চুরি করে নিয়ে গেছে। আমি ধান উদ্ধারের পাশাপাশি অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই”।

পঞ্চগড়ের এই ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। জমি নিয়ে বিরোধের নিষ্পত্তি ও ক্ষতিগ্রস্ত কৃষকের জন্য ন্যায়বিচার নিশ্চিতে সংশ্লিষ্ট প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন।