রাঙ্গুনিয়া আলমশাহপাড়ায় এস আর প্রিন্টার্সের যাত্রা শুরু
রাঙ্গুনিয়া প্রতিনিধি:ফিন্টার্স জগতের আধুনিক সব সুযোগ সুবিধা নিয়ে রাঙ্গুনিয়া উপজেলায় আলমশাহপাড়া সিএনজি স্টেশন মোড়ে এস আর প্রিন্টার্স নামে নতুন ব্যবসায়িক প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর ) বিকেলে ফিতা কেটে এই ব্যবসায় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আবদুল কুদ্দুস, আবদুল গনি, সাংবাদিক ইসমাঈল হোসেন, প্রতিষ্ঠানের সত্বাধিকারী সাইফুল ইসলাম , সামাউন রায়হান, যুব স্কোয়াড রাইডার্স এর সাধারণ সম্পাদক মো. আজিম উদ্দিন, কামাল উদ্দিন সিকদার, জুবায়ের, মো. সাকিব প্রমুখ।
সত্বাধিকারী সাইফুল ও সামাউন জানান, আলমশাহপাড়া একটি জনবহুল এলাকা। এখানে ভালো মানের কোন প্রিন্টার্স দোকান ছিল না। আমাদের দোকানে ব্যানার, স্টিকার, বিয়ের কার্ড, সকল প্রকার ক্রেস্ট, মগ ও গেন্জি ফ্রিন্ট, ভিজিটিং কার্ড, সাইন বোর্ড, পোস্টার, ক্যালেন্ডার, ফটোকপিসহ ফ্রিন্টার্সের সকল সেবা পাওয়া যাবে।