সোনাইমুড়ীতে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড পুষ্পস্তবক অর্পণ
আবু বকর ছিদ্দিক নোয়াখালী থেকেঃবিনম্র শ্রদ্ধা আর উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে নোয়াখালী সোনাইমুড়ী উপজেলায় মহান বিজয় দিবস উদযাপন করেছে সোনাইমুড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ও অঙ্গ ও সহযোগী সংগঠন সন্তানরা।
সোমবার (১৬ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার শহীদ মিনারে বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, হাশেম ইবনে রইচ শিপন, মোহাম্মদ মিলন, গোলাম রাব্বানী, আবুল বাশার, নূর আহমেদ পলাশ, জাবেদ মোল্লা, মাইন উদ্দিন, আবু বকর ছিদ্দিক, মোহাম্মদ ইসরাফিল,গোলাম হোসেন টুটুলসহ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।