ঢাকা | জানুয়ারী ৪, ২০২৫ - ২:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

পঞ্চগড়ে প্রাথমিক শিক্ষক সমিতির কমিটি নিয়ে ক্ষোভ, ১১ শিক্ষকের পদত্যাগ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, January 1, 2025 - 2:55 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 10 বার

স্নিগ্ধা খন্দকার পঞ্চগড় জেলা প্রতিনিধিঃপঞ্চগড় সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির আহ্বায়ক কমিটি থেকে ১১ জন শিক্ষক সদস্য পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, জেলা কমিটির অনুমোদন ছাড়াই এবং কোনো শিক্ষককে না জানিয়ে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সমর্থিত শিক্ষকদের নিয়ে জাতীয় শিক্ষক সমিতির নির্বাহী কমিটি এই কমিটি অনুমোদন করেছে।

বুধবার সকালে পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন শিক্ষকেরা।

সংবাদ সম্মেলনে ছলিয়াপাড়া প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসমিন আরা লিখিত বক্তব্যে বলেন, “জেলা কমিটির সুপারিশ ছাড়াই সদর উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে, যা গঠনতন্ত্রের সুস্পষ্ট লঙ্ঘন। গোপনে গঠিত এই কমিটিতে রাজনৈতিক সুবিধাভোগী এবং বিগত স্বৈরাচার সরকারের সময় থেকে সুবিধা পাওয়া শিক্ষকদের অন্তর্ভুক্ত করা হয়েছে। অথচ অধিকাংশ শিক্ষককে এ বিষয়ে কিছুই জানানো হয়নি।”

পদত্যাগী শিক্ষকদের মধ্যে ছিলেন দরদরিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, চিকনমাটি স্কুলের প্রধান শিক্ষক নাসিরুল ইসলাম, মালিপাড়া সরকারি স্কুলের মিজানুর রহমান, কাজীপাড়া স্কুলের সহকারী শিক্ষক কাজী আওলাদ হোসেন, তুলারডাঙ্গা স্কুলের আবু দাউদ এবং আব্দুস সাত্তারসহ আরও অনেকে।

এ সময় সংবাদ সম্মেলনে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

জাতীয় শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম তোতা বলেন, “শিক্ষকদের পদত্যাগের খবর আমরা পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আমরা শিগগিরই পঞ্চগড়ে যাব এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেব।”