নাচোল খেসবা ক্রিকেট উৎসবের ২০২৫ ফাইনাল খেলা অনুষ্ঠিত

মোঃ নাসিম নাচোল উপজেলা প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জ নাচোলে খেসবা ক্রিকেট উৎসবের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে খেসবা দাখিলা মাদ্রাসায় খেসবা যুব সমাজের আয়োজনে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাচোল সদর ইউপির চেয়ারম্যান শফিকুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে ১নং ওয়ার্ড সদস্য শাজাহান আলী,বিএনপির ওয়ার্ড সভাপতি নজরুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়িক লাল মোহমদ, আনারুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। । এ সময় প্রধানঅতিথি বলেন, তরুণ ও যুবসমাজের খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে প্রকৃত যুব সমাজ গড়ে উঠবে। মুক্তি পাবে সামাজিক অবক্ষয়সহ বিভিন্ন অপকর্ম মাদক মুক্ত হবে এলাকার যুব সমজ।
খেলায় কালো দলকে হারিয়ে জয়লাভ করে সবুজ দল। সবুজ দলের অধিনায়ক ছিলেন মোসাদ্দেক, নাসিম, হৃদয়, আনোয়ার, রেজাউল।