ঢাকা | এপ্রিল ৯, ২০২৫ - ২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি, ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, April 4, 2025 - 4:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 11 বার

বিশেষ প্রতিনিধিঃ মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে দিনাজপুর জেলার মোহনপুর বনপাড়া গ্রামের কমল দাঁসের ছেলে সবুজ দাঁস (২২) কর্তৃক সোশ্যাল মিডিয়ায় মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে বিরূপ মন্তব্য করায় তাকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দেওয়ার দাবিতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

গত শুক্রবার (৪এপ্রিল) জুমার নামাজের পর ফুলবাড়ী নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবারো নিমতলা মোড়ে এসে জমায়েত হয়।

প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন নিমতলা মোড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা শাহাদাতুল্লা, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা সাখাওয়াত হোসেন, সাংবাদিক আল আমিন বিন আমজাদ, খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নেতা এস এম নাজিব, নবীন আলেম মাওলানা জাকির হাবিবসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “মহান আল্লাহ এবং আমাদের প্রাণপ্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারী সবুজ দাঁসকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে”।
বক্তারা বর্তমান সরকারের কাছে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিকারী সবুজ দাঁসের মৃত্যুদণ্ডের দাবি জানান। কোনভাবেই যেন ছাড় দেওয়া না হয়।

Proudly Designed by: Softs Cloud