ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ১:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখিপুরে পরকীয়া নিয়ে ঝগড়ায়-স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, April 5, 2025 - 7:05 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 76 বার
রঞ্জু আহমেদ, সখিপুর টাংগাইল: টাঙ্গাইল জেলা সখীপুরে স্ত্রীর কাঠের আঘাতে স্বামী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গজারিয়া ইউনিয়নের কালিয়ানপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুয়েল রানা (৩৮)। তিনি ওই এলাকার মজনু শিকদারের ছেলে। এ ঘটনায় মজনু বাদী হয়ে সখীপুর থানায় মামলা করেছেন। পুলিশ রাতেই জুয়েলের স্ত্রী তানিয়া আক্তারকে (২৮) গ্রেপ্তার করেছে।

পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, বেশ কয়েক বছর আগে ভালুকা উপজেলার বাটাজোর গ্রামের মেয়ে তানিয়ার সঙ্গে পারিবারিকভাবে জুয়েলের বিয়ে হয়। তাঁদের সংসারে তিন সন্তান রয়েছে। সম্প্রতি জুয়েলের সঙ্গে এক নারীর পরকীয়া চলছে বলে জানতে পারেন তানিয়া। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ তৈরি হয়। শনিবার রাতে বিষয়টি নিয়ে ঝগড়ার একপর্যায়ে তানিয়া কাঠের টুকরো দিয়ে জুয়েলকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে গৃহবধূ তানিয়া তাঁর স্বামীকে হত্যার দায় স্বীকার করেছেন। স্বামীর পরকীয়ার জেরে এমনটি করেছেন বলে তানিয়া জানিয়েছেন। লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে আরও কোনো বিষয় আরো কিচ্ছু জরিয়ে আছে কি না খতিয়া দেখা হবে বলে জানান।

Proudly Designed by: Softs Cloud