ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৯:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাঙ্গুনিয়ায় সরকারি বাগানে আগুন, পুড়েছে ৮ একর বাগান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, April 6, 2025 - 12:34 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 53 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:রাঙ্গুনিয়া উপজেলায় দক্ষিণ নিশ্চিন্তপুরে সরকারি বাগানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার (৬ এপ্রিল ) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় এ্যানরিচমেন্ট সরকারি বাগানের বিভিন্ন প্রজাতির গাছের চারা, জীব বৈচিত্র্য, বন্যপ্রাণীর আবাসস্থলসহ প্রায় ৮ একর বাগান পুড়ে ছাই হয়ে যায়।

কোদালা বন বিট অফিসার খন্দকার মাহবুবুর রহমান জানান, এখানে প্রায়সময় ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুষ্কৃতকারীরা মূলত এ ঘটনা গুলো ঘটায়। এবারের অগ্নিকাণ্ডে ২০২৩ সালে করা একটা বাগান পুড়ে ছাই হয়ে গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অগ্নিকাণ্ডে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাঙ্গুনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুজন হালদার জানান, এ বিষয়ে থানার জিডি হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

 

Proudly Designed by: Softs Cloud