ময়মনসিংহে বিএনপির প্রতিবাদ ও সংহতি প্রকাশ র্যালী

স্টাফ রিপোর্টারঃ গাজা ও রাফায় ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতিনাদ ও সংহতি প্রকাশ করে সারা দেশের ন্যায় ময়মনসিংহে মহানগর বিএনপির আয়োজনে প্রতিবাদ ও সংহতি প্রকাশ করে র্যালী অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকালে ময়মনসিংহ মহানগর বিএনপির আয়োজনে গাজা ও রাফায় মুসলিমদের ওপর ইজরায়েলী বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদ এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতিবাদ ও সংহতি প্রকাশ করে একটি বিশাল নিক্ষেপ মিছিল অনুষ্ঠিত হলে মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন হল চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
মহানগর বিএনপির আহবায়ক অধ্যাপক শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এই প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ, সহ সাংগঠনিক সম্পাদক ওয়ায়েস আলী মামুন। বক্তব্য রাখেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী, লিটন আকন্দ, মাহাবুব আলম, এডভোকেট হান্নান খান, কায়কোবাদ মামুন দক্ষিণ ও উওর জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
ময়মনসিংহে মহানগর বিএনপির আয়োজিত এই প্রতিবাদ ও সংহতি প্রকাশ করে র্যালীকে লোকে লোকারণ্য করার লক্ষে ময়মনসিংহ মহানগর পুর্ব থানা ছাত্রদলের আহবায়ক রিপন মিয়া, কোতোয়ালি থানা ছাত্রদলের আহবায়ক সোলাইমান রুবেল এর নেতৃত্বে বিশাল মিছিল লোকজন সহকারে যোগদান করেন।