ঢাকা | এপ্রিল ১২, ২০২৫ - ৫:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

রাজশাহীতে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, April 7, 2025 - 1:06 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 8 বার

স্টাফ রিপোর্টার: ”তারুণ্যের অংশগ্রহণ খেলাধুলার মানোন্নয়ন” প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীতে উদযাপিত হলো জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস। ৬ এপ্রিল দিবসটি উদযাপন করতে যৌথ কর্মসূচি গ্রহণ করে জেলা প্রশাসন,জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস।

রোববার সকালে জেলা প্রশাসন চত্বরে বেলুন উড়িয়ে উব্দোধন করে বণ্যাঢ্য র‌্যালির মাধ্যেমে কর্মসূচি শুরু হয় এরপর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অফিয়া আখতারের সভাপতিত্বে জেলা প্রশাসনের কনফারেন্স রুমে এক অলোচনা সভার অয়োজন করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্যবৃন্দ এবং বিভিন্ন খেলোয়াড়বৃন্দ।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। এছাড়া বিকেলে বাংলাদেশ শিশু একাডেমি মাঠে প্রীতি ভলিবল প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি।

Proudly Designed by: Softs Cloud