ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় মিছিল ও সমাবেশ

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:ফিলিস্তিনে ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সোমবার (৭ এপ্রিল) বিকেলে জামায়াতে ইসলামী, ইসলামী ফ্রন্ট, রাঙ্গুনিয়া ছাত্রসমাজসহ বিভিন্ন সংগঠনের ব্যানারে পৃথক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
রাঙ্গুনিয়া জামায়াতে ইসলামী :
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাঙ্গুনিয়া উপজেলার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মাওলানা আলমগীর হোসেন এর কুরআন তেলাওয়াত ও উপজেলা নায়েবে আমীর মাওলানা শওকত হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে উপজেলার মরিয়ম নগর চৌমুহনী থেকে বিক্ষোভ মিছিল শুরু করে রোয়াজারহাট বাজারে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাসান মুরাদ। বক্তব্য দেন ছাত্রশিবির রাঙ্গুনিয়া অঞ্চলের পরিচালক ওয়াহিদুল ইসলাম প্রমুখ।
রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্ট :
রাঙ্গুনিয়া ইসলামী ফ্রন্ট সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন হাছানের সভাপতিত্বে ও ছাত্রনেতা রবিউল মোস্তফা রাফির সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা গোলামুর রহমান আশরাফ শাহ, সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বিএনপি চট্টগ্রাম উত্তরজেলা নেতা মুহাম্মদ আজম খাঁন, ইসলামী ফ্রন্ট রাঙ্গুনিয়া উপজেলার উপদেষ্টা পীরজাদা সৈয়দ মুহাম্মদ ওবাইদুল মোস্তফা নঈমী,অধ্যক্ষ নাছির উদ্দিন তৈয়্যবী,
অধ্যক্ষ মারফতুন্নুর, ফ্রন্ট নেতা আকতার হোসেন, হাফেজ আব্দুর রহমান জামী, মাওলানা মুহাম্মদ করিম উদ্দীন নূরী, মাহমুদুর রশীদ মাসুদ, যুবনেতা এইচ এম শহীদুল্লাহ্, মাওলানা খায়রুল আমিন চিশতি, আরিফুর রহমান, হাফেজ মুহাম্মদ তারেক হোসাইন, ছাত্রনেতা শাহে এমরান রণি, জয়নাল আবেদীন প্রমুখ।
রাঙ্গুনিয়া ছাত্রসমাজ :
রাঙ্গুনিয়া ছাত্রসমাজ এর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ থানা সদরে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ছাত্র প্রতিনিধি রিদোয়ান কাদের, জিয়াউর রহমান প্রমুখ।