প্রকাশিত সংবাদের প্রতিবাদ
কক্সবাজার : উখিয়ার রাজাপালং ইউনিয়নের পূর্ব দরগাহ বিল গ্রামের অব্দুল মজিদের ছেলে মির আহাম্মদের বিরুদ্ধে কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ইয়াবা ব্যবসায়ী ও ডাম্পার যোগে পাহাড় কেটে মাটি বিক্রি করার কতিপয় সাংবাদিক নাম ধারী সংবাদ প্রকাশ করে আসছে। আমি এই মিথ্যা সংবাদের জোর প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি ।
মূলত আমার দু ছেলে বেলাল উদ্দিন ও নুরুল আমিন দুবাই প্রবাস থেকে টাকা অর্জন করে পাটানো টাকা দিয়ে একটি ডাম্পার ক্রয় করেছি। আমি কোন দিন ইয়াবার সাথে জড়িত নয়, একটি ইনসুরেন্সে ইনসুরেন্সের একাউন্ট খোলার জন্য, জৈয়নক সাংবাদিক গফুর মিয়া চৌধুরীকে ১২,০০০ টাকা দিয়েছি সেই আরো টাকা দাবি করিলে আমি অপারাকততা প্রকাশ করিলে সেই আমার বিরুদ্ধে ইয়াবা ব্যবসা ও ডাম্পার যোগে পাহাড় থেকে মাটি কাটার অভিযোগ এনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। আমি কক্সবাজার জেলা প্রশাসন, উখিয়া নির্বাহী কর্মকর্তা, উখিয়া থানার ওসি ও রেঞ্জ কর্মকর্তার নিকট জোর আবেদন করিতেছিযে সুস্ট তদন্ত করে ও সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্তা নেওয়ার জন্য অনুরোধ করিতেছি।