ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং কাটগর শাখার পরিচালক টিটু দেবকে শুভেচ্ছা, এডিডিএস
সিনিয়র স্টাফ রিপোর্টার মোঃ শহিদুল ইসলাম : চট্টগ্রামস্থ আলোর পথে দিগন্ত ডেভেলপমেন্ট সোসাইটি(এডিডিএস) সিইপিজেড জোনাল অফিসের পক্ষ থেকে ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং) কাটগর শাখার পরিচালক টিটু দেব কে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন এডিডিএস’র ভারপ্রাপ্ত নির্বাহি সম্পাদক ও পরিচালক ,সাংবাদিক মোঃ বাবুল হোসেন বাবলা সহ সংগঠক-কর্মী ভাই ও বোনেরা।
এসময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন-পতেঙ্গার বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও এজেন্ট ব্যাংকিং কাটগর শাখার অন্যতম সদস্য মোঃ নাহিদুল ইসলাম (নাহিদ), এডিডিএস’এর মাঠ সংগঠক জাহিন পারভীন,সদস্য পান্না বিশ্বাস সহ অন্যান্য সদস্য ও এজেন্ট ব্যাংকিং এর পরিচালক মন্ডলী,উপদেষ্টা সদস্যরা।
রবিবার সকাল ১১টায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন অনুষ্ঠান কাটগর শাখা ব্যাংক এশিয়া (এজেন্ট ব্যাংকিং) অফিসে সম্পন্ন হয়।