ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১০:১৬ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

জাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা ইয়াসমিন-ইলিয়াস খাঁন অভিনন্দন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 1, 2021 - 1:18 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 74 বার

হাকিকুল ইসলাম খোকন :বৃহস্পতিবার, ৩১ ডিসেম্বর ২০২০, ভিউজাতীয় প্রেসক্লাবের নেতৃত্বে ফরিদা ইয়াসমিন-ইলিয়াস খাঁন দেশের সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীন সংগঠন জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির ২০২১-২২ মেয়াদের সভাপতি নির্বাচিত হয়েছেন ফরিদা ইয়াসমিন। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ইলিয়াস খান। ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী সভাপতি পেল জাতীয় প্রেসক্লাব। তিনি বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক।

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) করোনার স্বাস্থ্যবিধি মেনে উৎসবমুখর পরিবেশে সকাল ৯টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্থাপিত ভোটকেন্দ্রে ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ।

 

সভাপতি পদে ফরিদা ইয়াসমিন ৫৮১ ভোট পেয়ে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী কামাল উদ্দন সবুজ পান ৩৯৫ ভোট। সাধারণ সম্পাদক পদে ইলিয়াস খান (৫৬৬) জয় পেয়েছেন।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি পদে হাসান হাফিজ (৪১৩), সহ-সভাপতি রেজোয়ানুল হক রাজা (৬১৫), যুগ্ম সম্পাদক মাঈনুল আলম (৫৭৭), মো. আশরাফ আলী (৩৯৫), কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী (৭০৬) নির্বাচিত হয়েছেন।

সদস্য পদে জিতেছেন আইয়ুব ভূঁইয়া, জাহিদুজ্জামান ফারুক, ভানুরঞ্জন চক্রবর্তী, রহমান মুস্তাফিজ, রেজানুর রহমান, শাহনাজ সিদ্দিকী সোমা সৈয়দ আবদাল আহমদ, কাজী রওনাক হোসেন, বখতিয়ার রাণা, শাহনাজ বেগম পলি।

জ্যেষ্ঠ সাংবাদিক মো. মোস্তফা-ই-জামিলের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি এ নির্বাচন পরিচালনা করেন। কমিটির অন্য সদস্যরা হলেন জাফর ইকবাল, মোস্তাফিজুর রহমান, এসএম শওকাত হোসেন, গৌতম অরিন্দম বড়ুয়া (শেলু বড়ুয়া), শামীমা চৌধুরী ও মো. মনিরুজ্জামান।

এবারের নির্বাচনে ১৭টি পদে সর্বমোট ৪৬ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের দু’টি প্যানেল ছিল। ফরিদা-ফারুক পরিষদ এবং সবুজ-ইলিয়াস পরিষদ। এর বাইরে স্বতন্ত্র প্রার্থীরাও অংশ নেন এ নির্বাচনে।

বুধবার (৩০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে৷ ক্লাবের সভাপতি সাইফুল আলমের সভাপতিত্বে সাধারণ সম্পাদকের প্রতিবেদন উত্থাপন করেন ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এবং কোষাধ্যক্ষের প্রতিবেদন পেশ করেন শ্যামল দত্ত। নবনিরবাচিত কমিটিকে অভিনদন জানিয়েছেন কিশোরগঞ্জ জেলা বার সমিতির সভাপতি পিপি এডভোকেট শাহ আজিজুল হক ,কটিয়াদি কলেজ ছাএসংসদের সাবেক ভিপি সিদ্দিকুর রহমান,এবং আওয়ামী লীগনেতা এমএ করিম,আমেরিকা-বাংলাদেশ এ্যালাইয়েসের সভাপতি ও মুলধারার রাজনীতিক এমএ সালাম,আওয়ামী লীগনেতা মাহবুবুর রহমান মিলন,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিন সভাপতি সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন ও সাধারন সম্পাদক হেলাল মাহমুদ,লেখক ও কবি এবিএম সালেহঊদদীন ,এনজেবিজিনিঊজ সম্পাদক মো:নাসির,বিবিএননিঊজ সম্পাদক সুহাস বডুয়া, আওয়ামী লীগ নেতা ওসমান গনি,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার এবং প্রবাসী মুক্তিযোদ্ধাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা ড: প্রদীপ রঞ্জন কর , বীর মুক্তিযোধা আব্দুল মুকিত চেীধুরী .বীর মুক্তিযোদ্ধা খুরশিদ আনোয়ার বাবলু , বীর মুক্তিযোদ্ধা ফারুক হোসাইন, মুক্তিযোদ্ধা মকবুল হোসেন তালুকদার, বীর মুক্তিযোধা সিরাজুল ইসলাম সরকার,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী বীর মুকতিযোধা সিরাজুল ইসলাম সরকার, বীর মুক্তিযোদ্ধা জুয়েল মোহাম্মদ জামাল , বীর মুক্তিযোদ্ধা মুন্সি বশির উদ্দিন ,বীর মুকতিযোধা আনোয়ার মুকুল, ছাদেকুল বদরুজ্জামান পান্না , এ্যড: শাহ মো: বখতিয়ার, শরীফ কামরুল আলম হীরা, এমএ করিম জাহাঙ্গীর, অধ্যাপিকা শাহনাজ মমতাজ, আক্তার হোসেন, জামাল হোসেন, শাহিদুল ইসলাম ,
ইঞ্জি:মোহাম্মদ আলী সিদ্দিকী, হিন্দোল কাদির বাপ্পা , সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন , সাংবাদিক হেলাল মাহমুদ,মোহাম্মদ ইলিয়ার রহমান,সুবল দেবনাথ, রমেশ নাথ, মেজবা আহমেদ, ফরিদ আলম, জালালউদ্দিন জলিল, কায়কোবাদ খান, আশাফ মাসুক, জাকির হোসেন হিরু ভূইয়া,আশরাফ উদ্দিন , মোল্লা মাসুদ, ইঞ্জি:মিজানুল হাসান, দেলোয়ার মোল্লা, টি মোল্লা, উৎফত মোল্লা, সিবুল মিয়া, নাদের আলী মাষ্টার,রহিমুজ্জামান সুমন, রিণ্টু লাল দাস, ফরিদা আরভি, আতাউর রহমান তালুকদার, হেলেমউদ্দিন, ইফজাল চৌধূরী, জামাল বস্ক, আলীমউদ্দিন, শারমিন তালুকদার, রাহিমুল হুদা, রুমানা আখতার ,ইঞ্জি: হাসান,মনজুর চৌধূরী,শেখ জামাল হোসেন, মো:মাঈনুদ্দিন, মিজানুর চৌধূরী,ইসলাম ঊদ্দিন পংকি,নুরুল ইসলাম বাংগালির,জাহাংগীর কবির,ফিরোজ আহমেদ কল্লোল ,বিশ্বজিত সাহা,নাসিম পারভান পারু,দেলওয়ার মানিক,নাসির ঊদ্দিন,আবু ইসা মনজিল ,সামসুঊদদিন আহমেদ শামীম,আনোয়ার হোসেন,ফিরোজ মাহমুদ,ফিরোজ আহমেদ কল্লোল ,জাহাংগীর কবির,দেলওয়ার মানিকসহদেশ ও প্রবাসের গণপমাধ্যমকর্মিসহ বিভিন্ন রাজনৈতিক ,সামাজিক,সাংকৃতিক ,সাংবাদিক,সহ সকল শ্রেণীপেশার মানুষ।