ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ৭:২৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

৩দিন ব্যাপী জিএম কাদের এমপির রোগমুক্তির জন্য প্রফেসর মাসুদা রশিদ এমপির কর্মসূচি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Friday, January 15, 2021 - 3:04 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 139 বার

চট্টগ্রাম প্রতিনিধিঃ ৩ দিন ব্যাপী,জাতীয় পার্টির চেয়ারম্যান জাতীয় সংসদের বিরোধী দলীয় উপনেতা, জি,এম, কাদের এমপি’র করোনা ভাইরাস (COVID-19) থেকে মুক্তি ও সুস্থতা কামনায়,
১ম দিনে, আজ রাউজান, হাটহাজারী, রাঙ্গুনিয়া এবং মহানগরীর ১০০ মসজিদে, প্রফেসর মাসুদা এম রশীদ চৌধুরী এমপির উদ্যোগে ১০০ কোরআন খতম, বাদ আসর দোয়া ও মুসল্লীদের তবররুক বিতরণের আয়োজন করা হয়েছে। ঘোষিত মসজিদ সমুহে দোয়া মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য বিনিতভাবে অনুরোধ করেছেন, ব্যারিস্টার সানজিদ রশীদ চৌধুরী।

২য় দিন, আগামীকাল, শনিবার, রাউজান বাক্সে এলাহী চৌধুরী (রঃ) মাজার, হাটহাজারী বায়েজিদ বোস্তামি (রঃ) মাজার, মহানগরীর হজরত আমানত শাহ (রঃ) মাজার, হযরত খাজা গরীবুল্লাহ শাহ (রঃ) মাজার, হযরত মিসকিন শাহ (রঃ) মাজার, বদনাহ শাহ (রঃ) মাজার জিয়ারত করে মাজার প্রাঙ্গণ সমূহে প্রিয় নেতার জন্য খতমে কুরআন ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে। দুপুরে চট্টগ্রাম মেডিকাল কলেজের “শিশু ওয়ার্ড” এ এবং জুবিলীরোড এতিমখানা য় অনাথ শিশুদের জন্য খাবার বিতরণ করা হবে।

৩য় দিন, রবিবার, দক্ষিণ চট্টগ্রামে আনোয়ারা মহসিন আওলিয়া (রঃ) মাজার ও পটিয়া আমিরুজ্জামান শাহ (রঃ) মাজার জিয়ারত ও খতমে কুরআন আয়োজন করা হবে ইনশাআল্লাহ। সানজীদ নিজে উপস্থিত থাকবেন সাথে।
দলমত নির্বিশেষে সকলের কাছে জি এম কাদের এমপির জন্য সবিনয়ে দোয়া চেয়েছেন প্রফেসর মাসুদা এমপি।