ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সম্মানিত উপদেষ্টার বিবাহ অনুসঠান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:41 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 121 বার
চট্টগ্রাম সংবাদদাতা বকুল বড়ুয়া : বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর সম্মানিত উপদেষ্টা ও পরম কল্যাণমিত্র স্বপন সেন ও দীপ্তি সেন এর একমাত্র পুত্র শ্রীমান ডাঃ ইমন সেন এর সহিত শ্রীমানী ডাঃ সুমনা চৌধুরী (তিশা) এর শুভ বিবাহ অনুষ্ঠান বুধবার ২৬ বৈশাখ ১৪৩০ বাংলা ১০ মে ২০২৩ খ্রিস্টাব্দ অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী’র পক্ষ থেকে মানপত্র প্রদান ও শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন – সংগঠনের প্রধান উপদেষ্টা ও শিল্পী বিনয়বাঁশী জলদাসের পুত্র আন্তর্জাতিক ঢোলবাদক শিল্পী বাবুল জলদাস, বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা পরিচালক ও সাধারণ সম্পাদক সংগঠক শিল্পী শ্রী বিপ্লব জলদাস।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন –
দীপঙ্কর রুদ্র, এ্যানি সেন, অমিতাভ দেব, এপি সেন,
বিধান দাস,  সুজন দাস, আকাশ দাস, সুমন দাশ, সজল দাস, শুভ দাস, যীশু দাস, চন্দন দাশ, জহলাল দাস, অনুরাগ দাস, শিমুল দাস, মিঠন দাস, দুলাল দাস প্রমূখ।