ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৮:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের ঘর উচ্ছদের প্রতিবাদে মানববন্ধন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, May 10, 2023 - 5:37 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 59 বার

মল্লিক মো. জামাল:বরগুনা জেলা প্রশাসক কতৃক বরগুনা পৌর মাছ বাজারের ব্যবসায়ীদের ঘর উচ্ছদের প্রতিবাদে মানববন্ধন করেছে বরগুনা পৌর মৎস ব্যবসায়ী সমিতি।

মানবন্ধনে ব্যবসায়ীরা অভিযোগ করেন, তারা বহু বছর ধরে শান্তিপূনভাবে ব্যবসা পরিচালনা করছেন। জেলা প্রশাসক কর্তৃক তাদের কিছু আড়তদার ও ব্যবসায়ীদের একশনা বন্দোবস্তো দেয়া হলেও অজ্ঞাত কারতে তার নবায়ন বন্ধ করে দেয়া হয়।

গত মাসের ২১ তারিখে হঠাৎ উচ্ছেদের মাধ্যমে দুটি বরফকল সহ সকল অড়তদার ব্যবসায়ীদের ঘর ভেঙ্গে ফেলা হয়। এর ফলে বরফ না থাকায় মাছ সংরক্ষন বন্ধ। অড়তগুলো তাদের স্বাভাবিক কাজ পরিচালনা করতে পারছে না। প্রতিদিন ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাদের ধার দেনা ব্যাংক, এনজিও লোন রয়েছে তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রতিদিন মাছ নষ্ট হচ্ছে। জেলা প্রশাসকের কাছে আন্দোলনকারীরা বিধি মোতাবেক প্রকৃত ব্যবসায়ীদের জায়গা বরাদ্দের দাবী জানান।

মানববন্ধনে বক্তব্য রাখেন আড়তদার সমিতির সভাপতি জহিরুল হক পনু, ক্ষুদ্র মৎস ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক হুমায়ূন কবির লিটন, সিদ্দিকুর রহমান, আব্দুস সালাম, মো: কবির, জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।