ঢাকা | ডিসেম্বর ৩০, ২০২৪ - ১:০১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

নির্বাচনের পুর্বে জাপার তৃণমূলে সাংগঠনিক ভিত মজবুত করতে সেলিম এর আহবান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, May 13, 2023 - 10:00 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 160 বার

আরিফ রববানী, ময়মনসিংহঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে চ্যালেঞ্জিং। সব দলের অংশ গ্রহণে নির্বাচন হওয়ার সম্ভাবনাই বেশী, তাই আওয়ামী লীগ,বিএনপির পাশাপাশি জাতীয় পার্টিও আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও ময়মনসিংহ সদর আসনের জাতীয় সংসদ সদস্য পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপির নেতৃত্বে তৃণমূলে দলের সাংগঠনিক ভিত আরো মজবুত করতে ময়মনসিংহের জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির বিশ্বস্ত আস্থাভাজন আব্দুল আউয়াল সেলিম।

শুক্রবার (১২ই মে) বিকেল ৫টায় ময়মনসিংহস্থ দলীয় কার্যলয় সুন্দর মহলে ময়মনসিংহ জেলা জাতীয় যুব সংহতির আহবায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে জাপার দলীয় নেতাকর্মীদের প্রতি এই আহবান জানান তিনি। এসময় জাতীয় যুব সংহতির সকল উপজেলা প্রতিনিধি ও সাবেক ছাত্র নেতারা উপস্থিত ছিলেন। সভায় সর্ব সম্মতিতে জেলা যুব সংহতির সাবেক সফল সভাপতি আবজাল হোসেন হারুন ভাইয়ের প্রস্তাবে মাননীয় বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি মহানগর জাতীয় পার্টি সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম জেলা যুব সংহতির ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক হিসেবে শরীফ খান পাঠান মিল্টন ও সদস্য সচিব পদে জালাল উদ্দিন জালালের নাম ঘোষণা করেন।

প্রধান অতিথি হিসেবে বক্তব্যে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ এমপির প্রতিনিধি ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম বলেন- জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ গরীব মেহনতী মানুষের জন্যই রাজনীতি করেন, তাই রওশন এরশাদ এমপির নেতৃত্বে দল শক্তিশালী করতে পল্লীবন্ধুর আদর্শ মেনে গ্রামবাংলার মানুষের সেবায় নিজেদের আত্মনিয়োগ করতে হবে। মনে রাখতে হবে- গ্রামের মানুষের কল্যাণের জন্যই এরশাদ জাতীয় পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মরহুম হুসেইন মুহম্মদ এরশাদ ।
আব্দুল আউয়াল সেলিম বলেন, কোনো ধরনের পৃথক বলয় বা গ্রুপিং সৃষ্টি করা যাবে না। জাতীয় পার্টিকে সুসংগঠিত করতে হবে। কাউকে আপসেট করা যাবে না। সবার সম্মিলিত প্রচেষ্টায় দলকে এগিয়ে নিতে হবে। তিনি আরো বলেন-যতদিন বেগম রওশন এরশাদ এমপি যতদিন বেঁচে আছেন ততদিন কেউ সদর আসন নিয়ে মিথ্যা স্বপ্ন দেখলেও লাভবান হতে পারবেন না। রওশন এরশাদ এর বরাদ্দ লুট করে উনার সাথেই প্রতিদ্বন্দ্বীতা করার সাহস ময়মনসিংহের মাটিতে কাউকে দেখাতে দেওয়া হবে না।

জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বাসভবনস্থ দলীয় কার্যালয় সুন্দর মহলে অনুষ্ঠিত সভায় আগামী নির্বাচনের আগে দলকে সাংগঠনিক ভাবে এগিয়ে নিতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য বিরোধী দলীয় নেতার পক্ষ থেকে নেতাকর্মীদের প্রতি আহবান জানান মহানগর জাতীয় জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম। সদর উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আবজাল হোসেন হারুন,,মহানগর জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক লাল মিয়া লাল্টু, শাহজান মিয়া,জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক সাব্বির হোসেন বিল্লাল,সদর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক মকবুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় দলীয কার্যক্রম কে সাংগঠনিক ভাবে আরো এগিয়ে নিতে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও সদর আসনের জাতীয় সংসদ সদস্য বেগম রওশন এরশাদ এমপির দিকনির্দেশনাগুলো নেতাকর্মীদের কাছে পৌছে দেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতার বিশ্বস্ত আস্থাভাজন ও মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল আউয়াল সেলিম