গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নতুন কমিটির সভাপতি সানাউল্লাহ সানা
মোঃ রবিউল ইসলাম মিনাল: রাজশাহী জেলা প্রতিনিধি:
গোদাগাড়ী পৌর স্বেচ্ছাসেবক লীগের নবনির্বাচিত কমিটির সভাপতি হয়েছেন সানাউল্লাহ (সানা) এবং সাধারণ সম্পাদক সাকিল। সাধারণ সম্পাদক সুমন
আজ মঙ্গলবার (১৮ জুলাই) সংগঠনের সম্মেলনে কাউন্সিল শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের (সাবেক) সভাপতি ও রাজশাহী,১ গোদাগাড়ী, তানোরের সংসদ সদস্য আলহাজ্ব ওমর ফারুক চৌধুরী এমপি। আজ বিকেল ৫ টায় গোদাগাড়ী মডেল স্কুল এন্ড কলেজ সম্মেলনের উদ্বোধন ঘোষণা ও অধিবেশনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র অয়েজ উদ্দিন বিশ্বাস উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলমসহ , উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
কমিটি ঘোষণার পর নবনির্বাচিত সভাপতি সানাউল্লা বলেন, আমাকে দল থেকে যে দায়িত্ব দিয়েছেন সেই দায়িত্ব আমি অক্ষরে অক্ষরে পালন করবো। সারাদেশে স্বেচ্ছাসেবক লীগকে সুসংগঠিত করে রাখবো।
বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৬ দফা আন্দোলন ও আগরতলা ষড়যন্ত্র মামলার বিরুদ্ধে উত্তাল রাজপথে এবং মহান মুক্তিযুদ্ধের আগুনঝরা দিনগুলোতে যুদ্ধের রসদ সরবরাহের দুঃসাহসী ভূমিকা পালন করে স্বেচ্ছাসেবক বাহিনী। মুক্তিযুদ্ধ পরবর্তী বিভিন্ন রাজনৈতিক আন্দোলন সংগ্রামেও স্বেচ্ছাসেবক বাহিনীর নানা অবদান আছে। সেই প্রেক্ষাপটে ১৯৯৪ সালের ২৭ জুলাই ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবক বাহিনীকে পুনর্গঠিত করার উদ্দেশে একটি আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু হয়। পরবর্তীতে
২০০৩ সালে পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো করার পর সেবা-শান্তি প্রগতির পতাকাবাহী সংগঠনটি ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় দেশ ও জাতির সব দুর্যোগ-দুর্বিপাকে নিঃস্বার্থ স্বেচ্ছাসেবার মাধ্যমে মানবিকতার অনন্য নজির স্থাপন করেছে। বিশেষজ্ঞ করোনা মহামারিতে গোটা বিশ্ব যখন বিপন্ন হয়ে পড়েছে, সেই চরম দুঃসময়ে স্বেচ্ছাসেবক লীগের সব পর্যায়ের নেতা-কর্মীরা সচেতনতা সৃষ্টি, ত্রাণ বিতরণ, চিকিৎসা সহায়তা থেকে টিকা কার্যক্রম।