ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ২:৫৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

সাগর ও সুন্দরবনে মাছের প্রজনন নির্বিঘ্ন করতে নৌপুলিশের সচেতনতামূলক প্রচারাভিযান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 10:28 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

মোংলা প্রতিনিধি : বঙ্গোপসাগরে ২০মে থেকে ২৩জুলাই ও ১লা জুন থেকে ৩১আগস্ট পর্যন্ত সুন্দরবনে মাছ শিকার বন্ধ এবং পর্যটনবাহী নৌযান চলাচলে নিষেধাজ্ঞা উপলক্ষে মোংলায় নৌপুলিশের সচেতনতামূলক সমাবেশ ও নৌ র‍্যালী অনুষ্ঠিত হয়েছে। নৌপুলিশের খুলনা অঞ্চলের আয়োজনে বুধবার বেলা ১১টায় মোংলা পৌর শহরের মামার ঘাটে সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপুলিশ খুলনা অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ শরিফুর রহমান।

এ সময় আরও উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপংকর দাশ, নৌপুলিশ খুলনার সহকারী পুলিশ সুপার মোঃ আহসান হাবিব, মোংলা সার্কেলের সহকারী পুলিশ সুপার মুসফিকুর রহমান তুষার, পূর্ব বনবিভাগের করমজল পর্যটন ও বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আজাদ কবির, মোংলা উপজেলা মৎস্য অধিদপ্তরের মেরিন ও ফিসারিস অফিসার হেলাল উদ্দিন এবং মোংলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ লুৎফর রহমান।

সমাবেশে নৌপুলিশ কর্মকর্তারা প্রজনন মৌসুমে মাছ শিকার ও পর্যটনবাহী নৌযান চলাচলের ক্ষেত্রে সরকারের বিধি নিষেধ মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবাণ জানান। এ বিধি নিষেধ মেনে চললে জনসংখ্যা বাড়ার সাথে সাথে মাছের উৎপাদন বেড়ে মানুষের মাছের চাহিদাপূরণ সম্ভব হবে।

এছাড়া বন কর্মকর্তা ও মেরিন-ফিসারিস কর্মকর্তা বলেন, জেলে ও পর্যটনবাহী নৌযান মালিকেরা মাছ শিকারে সরকারের নিষেধাজ্ঞা মেনে চলায় সাগর-নদী ও সুন্দরবনে মাছের পরিমাণ বেড়েছে। এর সুফল পাবেন জেলে ও সাধারণ মানুষ।

সমাবেশ শেষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক মোংলা-ঘাষিয়াখালী নৌ ক্যানেল ও পশুর চ্যানেলে নৌ প্রচারাভিযান চালান নৌপুলিশ।