ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

বিশ্বনাথে ইউপি নির্বাচনে জামানত হারালেন ৮ চেয়ারম্যান প্রার্থী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 4:18 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 30 বার

বিশ্বনাথ প্রতিনিধি : গত ১৭ জুলাই (সোমবার) সিলেটের বিশ্বনাথে শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হওয়া উপজেলার ৫টি (অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস) ইউনিয়ন পরিষদের বহুল কাঙ্খিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ‘চেয়ারম্যান’ পদে প্রতিদ্বন্দ্বিতাকারী ২২ প্রার্থীর মধ্যে ২ নৌকার মাঝিসহ ৮ চেয়ারম্যান প্রার্থীর জামানত বাজেয়াপ্রাপ্ত হয়েছে।

আওয়ামী লীগের মনোনীত ২ চেয়ারম্যান প্রার্থীর জামানত হারানোয় ঘটনায় অস্থিত্ব সংকটনের দিকে এগিয়ে যাচ্ছে উপজেলায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের রাজনৈতিক কার্যক্রম।

টানা প্রায় ১৫ বছর ধরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার পরও উপজেলার ‘অলংকারী ও রামপাশা’ ইউনিয়নে নৌকার এমন সূচনীয় পরাজয় জনমনে নানান জল্পনা-কল্পনার সৃষ্টি হয়েছে। কারণ ইউনিয়নে থাকা ‘আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী’ সংগঠনের ‘উপজেলা-ইউনিয়ন-ওয়ার্ড’ কমিটিতে থাকা নেতাকর্মীরা নিজেদের ভোট দিলেইতো নির্বাচনে নৌকার এমন করুণ পরিণতি হয়না।

জামানত হারানো চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন- উপজেলার অলংকারী ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক শাহ তাজুল ইসলাম মাইকেল, স্বতন্ত্র প্রার্থী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী কামাল উদ্দিন, সংগঠক চেরাগ আলী ও রামপাশা ইউনিয়নে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আরব আলী এবং দেওকলস ইউনিয়নে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী উপজেলা খেলাফত মজলিসের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সাংবাদিক এমআর টুনু তালুকদার, প্রবাসী আলতাব আলী, সংগঠক মোছা. মমতাজ বেগম।