ঢাকা | জানুয়ারী ১৪, ২০২৫ - ১২:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

মান্দায় মোটরসাইকেল ও ট্রাক্টর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, July 19, 2023 - 4:33 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 54 বার
মান্দা প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় মোটরসাইকেল ও ট্রাক্টর সংঘর্ষে মোটরসাইকেল আরোহী সেলিম রেজা (৫৫) নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ১০টার দিকে  প্রসাদপুর-জোতবাজার সড়কের সুজনসখী খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বিষয়টি নিশ্চিত করেন।
নিহত সেলিম রেজা বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় তাঁর মেয়ের জামাই আব্দুল মজিদ (৪০) আহত হন। আহত আব্দুল মজিদকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী মিঠু হোসেন জানান, সেলিম রেজা মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। মাছ বহন করা একটি পিকআপকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সেলিম রেজা নিহত হন।
সেলিম রেজার আরেক মেয়ের জামাই মাইনুল ইসলাম বলেন, আমার মা অসুস্থ হয়ে মান্দা হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাঁকে দেখার জন্য আজ সকালে শ্বশুর সেলিম রেজা ও ভায়রা আব্দুল মজিদ একটি মোটরসাইকেলে হাসপাতালে যাচ্ছিলেন। পথে সুজনসখী এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে শ্বশুর সেলিম রেজা মারা যান।
এ বিষয়ে মান্দা থানার পরিদর্শক (তদন্ত) মেহেদী মাসুদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে ফায়ার সার্ভিস কর্মীদের সহায়তায় নিহত সেলিম রেজার মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।