ঢাকা | ডিসেম্বর ২৭, ২০২৪ - ১২:৩৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা’র চেক ও সনদপত্র বিতরণ

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, July 31, 2023 - 5:52 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 29 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজেনে

প্রশিক্ষণার্থীদের মাঝে ভাতা’র চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় উপজেলা সভাকক্ষে
উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্প এর আওতায় ১৭ ও ১৮তম ব্যাচের একশ জন নারী প্রশিক্ষণার্থীর মাঝে এই প্রশিক্ষণ ভাতার চেক ও সনদপত্র বিতরণ করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো: আল কামাহ্ তমাল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন,অতিরিক্ত পুলিশ সুপার (ফুলবাড়ী সার্কেল) ফরহাদ হোসেন,উপজেলা আওয়ামীগের সভাপতি এনামুল হক,উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী,ইউপি চেয়ারম্যান উপাধক্ষ শাহ্ আব্দুল,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজার রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল প্রমুখ।শেষে একশ জন প্রশিক্ষণার্থীর মাঝে প্রশিক্ষণ ভাতার চেক ও সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।