চিরিরবন্দরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা,
পি. কে রায়, স্টাফ রিপোর্টারঃ দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা প্রশাসন ও উপজেলা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সার্বিক ব্যবস্থাপনায় ও জেলা দুর্নীতি দমন কমিশন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে চিরিরবন্দর মহিলা ডিগ্রী কলেজ হলরুমে দুর্নীতি বিরোধী বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ আগস্ট) সকাল ১১ ঘটিকায় এ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।
‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য’ এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে সচেষ্ট হওয়ার প্রত্যয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সসভাপতি প্রদীপ কুমার রায় এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম শরীফুল হক।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী, মশিউর রহমান, উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় দিনাজপুর, সাগর কুমার সাহা উপসহকারী পরিচালক দুর্নীতি দমন কমিশন, জেলা কার্যালয় দিনাজপুর।
এছাড়া আরো উপস্থিত ছিলেন,তালপুকুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ কুমার রায়, ভিয়াইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীনা রাণী রায়,গলাহার সাহা পাড়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ বিভিন্ন বিদ্যালয়ের সহকারী শিক্ষক, শিক্ষার্থীবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
বিতর্ক প্রতিযোগীতার ফাইনাল পর্বে মডারেটরের দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ফজলে এলাহী।
বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ্ব জিয়াউল ইসলাম, উপজেলা একাডেমিক সুপাভাইজার প্রাণ কৃষ্ণ ঘরামী, মাহাতাব উদ্দীন সরকার, প্রধান শিক্ষক চিরিরবন্দর বালীকা উচ্চ বিদ্যালয়, প্রদীপ কুমার রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ছোট হাশিমপুর রমন উচ্চ বিদ্যালয়।
বেলতলী বালীকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এফ এম মোরশেদুল আলম এর সঞ্চালনায় এ সময় দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেওয়া ৫০ শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ৪টি বিদ্যালয়ের সততা স্টোরকে নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।
বিতর্ক প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয় চিরিরবন্দর বালীকা উচ্চ বিদ্যালয় দল এবং রানার্স আপ হয় বেলতলী বালীকা উচ্চ বিদ্যালয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।