ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৩:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রাথমিক বিদ্যালয়ের জমি অবৈধ দখল মুক্ত করতে সচেষ্ট তারাকান্দার ইউএনও

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Wednesday, August 16, 2023 - 4:00 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 27 বার

ষ্টাফ রিপোর্টারঃতারাকান্দায় ইউএনও’র হস্তক্ষেপে দখলমুক্ত হল উপজেলারা চর ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সরকারী জায়গা।

মঙ্গলবার (১৬আগষ্ট) সকালে চর ফরিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজাবে রহমত। এসময় তিনি চর ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠের জমি অবৈধ দখলদারদের কবল থেকে উদ্ধার করতে অভিযান চালান। এসময় উপজেলা শিক্ষা অফিসার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপজেলার ফরিদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, আগে বিদ্যালয়ে কোনো সীমানা ছিলোনা। এখন সীমানা নির্মাণের বরাদ্দ এসেছে। পাশের ফিশারী মালিক অনেকটা জমি নিয়ে নিয়েছে। ইউএনও স্যার জমি উদ্ধার এর উদ্যোগ নিয়েছে আমরা স্যারের প্রতি কৃতজ্ঞতা জানাই।

রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান বুলে জানান- ইউএনও মহোদয় স্কুলের জমি উদ্ধারে যে উদ্যোগটি নিয়েছেন, এটি একটি ভালো উদ্যোগ। এই উদ্যোগকে আমি এবং আমার ইউনিয়নের জনগণ স্বাগত জানাই। এই উদ্যোগের কথা অন্যরা জানতে পেরে তারাও উৎসাহিত হবেন। এমন উদ্যোগকে আমরা সব সময়ই অভিনন্দন জানাবো।’

উপজেলা শিক্ষা কর্মকর্তা জীবন আরা জানান, তিনি উপজেলার শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়ের পরিবেশ উন্নয়নে বেদখলকৃত জমি উদ্ধারে কাজ করে যাচ্ছেন । এ উদ্যোগ নিয়েও শিক্ষার্থী ও অভিভাবক মহলে আলোচনার স্থান দখল করে নিয়েছেন।

এসময় ইউএনও মিজাবে রহমত বলেন,যারা অবৈধভাবে সরকারী জায়গা দখল করে আছে, তাদেরকে চিহিৃত করতে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে মাঠ পর্য্যায়ে কাজ করা হচ্ছে, অবৈধ দখলদারদের চিহিৃত করে তাদের বিরুদ্ধে অভিযান চালানো হবে বলেও তিনি জানান।