ফুলবাড়ীতে যৌতুক,বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামুলক র্যালী ও সভা
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর)প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে যৌতুক-বাল্যবিবাহ প্রতিরোধ বিষয়ক সচেতনতা মুলক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টায় সিসিডিবি -সিপিআরপি দাউদপুর এর আয়োজনে উপজেলার বেতদিঘি ইউনিয়ন পরিষদ চত্বরে এই র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এ উপলক্ষে সকালে উপজেলার বেতদিঘি ইউনিয়ন পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য সচেতনতা মুলক র্যালী বের করা হয়।
র্যালী শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেতদিঘি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলী আক্বর।
এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিতা মন্ডল,
সিসিডিবি’র এরিয়া ম্যানেজার কৃষিবিদ হরি সাধন রায়,ইউপি সদস্য কামাল হোসেন,আব্দুল মান্নান,আনিছুর রহমান,আলী আকবর,হাসেম আলী,সংরক্ষিত মহিলা ইউপি সদস্য ছামছুন্নাহার,রেশমা বেগম প্রমুখ।
এসময় সিসিডিবি’র প্রোগ্রাম অফিসার মি.হিউবার্ট বারৈই,প্রশিক্ষক মিসেস জয়মনি সিংহ সহ বেতদিঘি ইউনিয়নের সিসিডিবি সহায়তাপুষ্ট সাতটি ফোরামের সদস্য এবং স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন। সভায় যৌতুক,বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়।