তানোরে স্বতন্ত্র সাংসদ সদস্য প্রদপার্থী গোলাম রাব্বানীর গনসংযোগ
সোহানুল হক পারভেজ রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহী -১( তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র সাংসদ সদস্য প্রদপার্থী গোলাম রাব্বানীর তানোরে গনসংযোগ করেছেন।তিনি আজ বুধবার ২৪শে ডিসেম্বর তানোর পৌরসভার গোল্লাপাড়া বাজার, তালন্দ বাজার গোকুল গ্রাম, চাপড়া গ্রামসহ বিভিন্ন এলাকায় গনসংযোগ করেন।
এসময় তিনি দ্বাদশ জাতীয় সংসদ নিবাচনে কাঁচি প্রতীকে দলমত নির্বিশেষে সবার ভোট প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন মুন্ডুমালা পৌরসভার মেয়র সাইদুর রহমান,তানোর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল সরকার পাপুল, তানোর উপজেলা আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক,তানোর পৌর যুবলীগের সভাপতি রাজিব সরকার হিরো,সাবেক যুবলীগ নেতা সোহেল রানাসহ শত শত নেতা কর্মী।
এ সময় ( কাঁচি প্রতীকের)স্বতন্ত্র পদপ্রার্থী গোলাম রাব্বানী এক প্রতিক্রিয়ায় বলেন, মহান আল্লাহর ইচ্ছায় আদালতের মাধ্যমে প্রার্থীতা ফিরে পেয়েছি। ভোটারদের মাঝে যে রকম সাড়া দেখছি, তাতে করে বিজয়ী হব ইনশাআল্লাহ। তিনি আরো বলেন, আমি প্রার্থীতা ফিরে না পেলে হয় তো ভোটারেরা ভোট কেন্দ্র যেত কিনা সন্দেহ ছিল। কিন্তু ভোটারদের সাব কথা আপনার জন্যই ভোট কেন্দ্রে যাব।