বড়দিন উপলক্ষে ফুলবাড়ীতে খ্রিস্টান ধর্মালম্বীদের সাথে উপজেলা প্রশাসনের শুভেচ্ছা বিনিময়
মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:বড়দিন উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মিও উপসনাকেন্দ্র চার্চ পরিদর্শন করে খ্রিস্টান জনগোষ্টির সাথে শুভেচ্ছা বিনিময় ও মিস্টি বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার খ্রিস্টান পড়া শিবনগর ইউনিয়নের দাদপুর লুথারেল চার্চ, পৌর এলাকার সুজাপুর ফেইথ বাইবেল চার্চ, আলাদিপুর ইউনিয়নের দক্ষিন বাসুদেপুর ও চকমথুরা সূর্যপাড়া ক্যাথলিক চার্চসহ উপজেলার বিভিন্ন চার্চ পরিদর্শন করে শুভেচ্ছা বিনিময় ও মিষ্টি বিতরণ করেন।
এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল ইসলামসহ চার্চ ইনচার্জগণ উপস্থিত ছিলেন।