ঢাকা | ডিসেম্বর ২৮, ২০২৪ - ৩:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বাঘায় দুইটি ভোট কেন্দ্রে আগুন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, January 6, 2024 - 5:20 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 49 বার

বাঘা(রাজশাহী) প্রতিনিধি:রাজশাহীর বাঘা উপজেলার দুইটি ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ই জানুয়ারি) দিবাগত রাতে পৃথকভাবে দুটি ভোট কেন্দ্রে এ ঘটনা ঘটে। ভোটকেন্দ্র দুটি হলো বাঘা উপজেলার পাকুরিয়া ইউনিয়নের জোতনশী প্রাথমিক বিদ্যালয় ও অপরটি আড়ানী ইউনিয়নের ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় বলে জানা যায়।

এবিষয়ে ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন , এ অগ্নিকাণ্ডে অফিস কক্ষের ১৫টি চেয়ার, টেবিল ও আলমারি পুড়ে গেছে। গভীর রাতে অফিসের পেছনের জানালার ফাঁক দিয়ে আগুন দেয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হবে বলে জানান তিনি।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জোতনশী প্রাথমিক বিদ্যালয়ের একটা পরিত্যক্ত রুমের খোলা জানালা দিয়ে আগুন লাগিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এ সময় আগুনে দুইটি রুমের চেয়ার ও টেবিল পুড়ে যায়। এ ঘটনায় অপরাধীদের শনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

আড়ানী ঝিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় পুলিশ জানায়, রাত ১২টার দিকে বিদ্যালয়ের অফিস রুমে আগুন লাগে। অফিসের দরজা জানালা বন্ধ থাকায় ধারণা করা হচ্ছে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটতে পারে। সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।

এই দুটি ঘটনায় তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।

রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বাঘার দুটি নির্বাচনী ভোট কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাঠে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।