কুলাউড়ায় মেধা যাচাই পরিক্ষার পুরষ্কার বিতরণ সম্পন্ন
আশরাফুল ইসলাম জুয়েল ::মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার সামাজিক সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে মেধা যাচাই পরীক্ষার বিজয়ীদের পুরষ্কার বিতরণী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে (৩১ জানুয়ারী) দুপুর ১২ টায় বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা হলরুমে স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সভাপতি আশরাফুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে
কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুল হক রাজু ও মুজাক্কির হোসেনের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি প্রধান উপদেষ্টা কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া বাংলাদেশী অ্যাসোসিয়েশন অফ ইউ এস এ ইনকের সাধারণ সম্পাদক জাবেদ আহমদ,বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা অধ্যক্ষ মাওলানা মুফতি আহসান উদ্দিন,বিশিষ্ট সমাজসেবক সৈয়দ ইকবাল সালাম, ভূকশিমইল ইউনিয়নের সাবেক মেম্বার আফজাল হোসেন সাহিদ।
এছাড়া ও উপস্থিত ছিলেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য নজিব আলি ও আজাদ মিয়া, কুলাউড়া উপজেলা তালামীযের সাধারণ সম্পাদক হুসাইন আহমদ সুমন, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটির সহ সভাপতি জায়দা খাতুন লিমা। সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শিপলু,প্রচার সম্পাদক শুভ রহমান অলিদ,মৌলভীবাজার টিম লিডার রুনা আক্তার লিজা,কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহিদুল ইসলাম, সাকিব আহমেদ খান, অত্র মাদ্রাসার সকল শিক্ষকমন্ডলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তরা বলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি যে কাজ করে যাচ্ছে সেটা অবশ্য প্রশংসার দাবীদার। বর্তমানে শিক্ষার মান উন্নয়নের লক্ষে এভাবে মেধা যাচাই কর প্রয়োজন। থাতে করে ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় আরও উৎসাহিত হবে।