১৫ দিনব্যাপী পুষ্পমেলা উদ্বোধন করলেন মেয়র – টিটু
সামদানি হোসেন বাপ্পী ময়মনসিংহ:ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে টাউনহলে শুরু হয়েছে ১৫ দিনব্যাপী পুষ্পমেলা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টায় ফিতা কেটে এবং বেলুন উড়িয়ে এ মেলা উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। মেলার ২৭ টি স্টলে দেশী বিদেশী নানা জাতের ফুল ও সৌন্দর্যবর্ধনকারী গাছের চারা ইত্যাদি বিক্রি হচ্ছে।
উদ্বোধনকালে মেয়র বলেন, ফুল সৌন্দর্যের প্রতীক, ফুল পরিবেশকে সুন্দর করে। নগরকে আরও সুন্দর করার প্রয়াসেই প্রতিবছর পুষ্প মেলার উদ্যোগ গ্রহণ করা হয়।
মেয়র আরও বলেন, পুষ্প মেলা আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম নানা জাতের ফুলকে জানতে ও চিনতে পারে এবং তাদের মাঝে আগ্রহ তৈরি হয়। এ মেলা শুরু করার পর নগরবাসীর আঙিনায় ছাদে ফুল ও ফল গাছ রোপনের ইতিবাচক পরিবর্তন ঘটেছে। তাছাড়া, নার্সারি মালিকদের ব্যবসা প্রসারের সাথে সাথে নগরের পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে এ মেলা।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষণ কর্মকর্তা অসীম সাহা, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ শফি কামাল, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, নার্সারি মালিক সমিতির নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।