আগের দুই কমিটি বাতিল করে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার নতুন কমিটি গঠন
সুনামগঞ্জ প্রতিনিধি:তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামে অবস্থিত,শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার দুটি গ্রুপের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক দিয়ে,তরি গড়ি করে পূর্বে দুটি কমিটি গঠন করা হয়।
এতে পাল্লা দিয়ে কমিটি দুটি হওয়ায়,কমিটি দু টিতে বেসুন্দর দেখা দেয়।এবং এরমধ্যে গ্রুপ দুটিতে শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া কীর্তনের পোস্টারিংও ছাপানো হয়।
শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়ার আগের গঠন হওয়া কমিটি দুটিতে যতই দিন গনিয়ে আসছে ততই বিশৃঙ্খলা সৃষ্টি হওয়ার সম্ভবনা বেশি থাকায়,দ্রুত নজরে আসে,সুনামগঞ্জ ১-আসনের নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার এমপির।
এরই ধারাবাহিকতায় আজ ১৫ ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার বিকাল ৪টার সময় শ্রী শ্রী নরসিংহ জিউর আখড়া মন্দির প্রাঙ্গণে,তাহিরপুর উপজেলা আওয়ামিলীগের সভাপতি,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান,তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীনসহ।তাহিরপুর উপজেলা ও শ্রীপুর উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের অনেক নেতাকর্মীদের উপস্থিতিতে,১৪ গ্রামের মানুষের সম্মতিতে আলোচনা একপর্যায়ে তারা।
সুনামগঞ্জ ১- আসনের সংসদ সদস্য এডভোকেট রনজিত সরকার কে আহবায়ক,তাহিরপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক,অমল কান্তি কর কে যুগ্ম আহবায়ক,মনমোহন পাল মতিশ যুগ্ম আহবায়ক,যুগ্ম আহবায়ক,রণধীর পাল(বেনু)যুগ্ম আহবায়ক শীতেশ পাল,সদস্য সচিব,রঞ্জুসেন,সদস্য সচিব,সজল তালুকদার,কোষাধ্যক্ষ বিশ্বনাথ পাল,সদস্য পীযুষ পাল,সদস্য জগদীশ চন্দ্র দাস,সদস্য বানু দাস প্রমুখ।