ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ১১:১৪ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নুরু উন নাহার মেরী ভারতের মাদার তেরেসা সম্মাননায় ভূষিত

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, March 12, 2024 - 7:27 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 20 বার

মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃজাগো নারী ফাউন্ডেশনের চেয়ারম্যান নারী নেত্রী বিশিষ্ট সংগঠক সমাজসেবক নারী আন্দোলনের অগ্রদূত নিউইয়র্কে বসবাসরত নুরু উন নাহার মেরী

৯ই মার্চ ২০২৪ শনিবার বেলা বিকালে ভারতের
ত্রিপুরাস্হ্য আগরতলা প্রেস ক্লাব অডিটরিয়ামের
গুনীজন সংবর্ধনা ও মনোজ্ঞ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে নুরু উন নাহার মেরীকে মাদার তেরেসা সন্মাননা দেয়া হয় ।

নুরু উন নাহার মেরী
বর্তমানে যুক্ত রাষ্ষ্ট্রে অবস্হানরত থাকার কারনে অনুষ্ঠানে স্বশরীরে উপস্হিত হতে পারিনি বিধায়। তার পক্ষে মাসুম বিল্লাহ ভারত বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষন সোসাইটি ত্রিপুরা র বাংলাদেশ সেক্টরের সভাপতি সন্মাননা ক্রেষ্ট গ্রহন করেন । এ দিকে নুরু উন নাহার মেরী এক অভিনন্দন বার্তায় তাকে এ বিরল সন্মানয়নায় সন্মানীত করায়।

ভারত বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষন সোসাইটির কর্নধার ,আয়োজক ,ও সকল নেতৃবৃন্দ সকলকে আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞ্তা প্রকাশ করেন। তিনি ভারত বাংলাদেশ ঐতিহ্য সংরক্ষন সোসাইটির
উত্তোরত্তর উন্নতি ,অগ্রগতি ,ও উজ্জ্বল ভবিষ্যত কামনা করেন।