ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৪ - ৬:৩৫ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

প্রথম জিনগত রূপান্তরিত শুকরের কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপন

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, March 24, 2024 - 2:22 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

ডাক্তার জাহিদ দেওয়ান শামীম, যুক্তরাষ্ট্র: বিশ্বে প্রথমবারের মতো জিনগত রূপান্তরিত একটি শূকরের কিডনি মানুষের শরীরে সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বোস্টনের ম্যাসাচুসেটস জেনারেল হাসপাতালের সার্জনরা কিডনি প্রতিস্থাপন অপারেশন করেছে সম্প্রতি। এই বিরল চিকিৎসা কৃতিত্বে, চিকিৎসকরা মরনঘাতী টার্মিনাল কিডনি রোগে আক্রান্ত ৬২ বছর বয়সী রোগী রিচার্ড স্লেম্যানের শরীরে জিনগত রূপান্তরিত শূকরের কিডনি সফলভাবে প্রতিস্থাপন করেছেন। স্লেম্যানের বাঁচানোর শেষ আশা হিসেবে তাঁরা এই পদক্ষেপ নিয়েছেন। তার নেফ্রোলজিস্ট উইনফ্রেড উইলিয়ামস জানিয়েছেন, শূকরের কিডনি মানবদেহে প্রতিস্থাপন সত্যিই একটি যুগান্তকারী মাইলফলক। উইলিয়ামস বলেন, স্লেম্যানকে একটি নতুন কিডনির জন্য অপেক্ষার তালিকায় থাকতে হতো। তাকে ছয় থেকে সাত বছর অপেক্ষা করতে হতো। ততদিন স্লেম্যান বেঁচে থাকতেন কিনা সন্দেহ। তাই ম্যাসাচুসেটস জেনারেলের কিডনি প্রতিস্থাপনের মেডিক্যাল ডিরেক্টর ডা. লিওনার্দো রিয়েলা আরেকটি বিকল্প প্রস্তাব করেন: শূকরের কিডনি প্রতিস্থাপন। উইলিয়ামস বলেন, স্লেম্যান এতে সম্মত হন। কারণ তিনি ডায়ালাইসিস নিয়ে ক্রমেই হতাশ হয়ে পড়ছিলেন। তার বেঁচে থাকার অন্য কোনো উপায় নেই এমনটা লিখিত নিয়েই চিকিৎসকদের এই চিকিৎসা করার ইমার্জেন্সী অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের এফডিএ। চিকিৎসা পদ্ধতি গ্রহনের সম্মতি দেওয়ার আগে রোগীকে পদ্ধতির ঝুঁকি সম্পর্কে সম্পূর্ণরূপে অবহিত করা হয়েছিল এবং পদ্ধতিটির অজানা ঝুঁকি এবং সুবিধাগুলির ছিল পরীক্ষামূলক। স্লেম্যান বলেন, আমি বাঁচতে চাই। তাই, এই শেষ সুযোগ (শূকরের কিডনি প্রতিস্থাপন) ছিল অনেকটা অন্ধকারে গুলি ছোড়ার মতো, কিন্তু এটিই ছিল আমার শেষ পছন্দ।

চিকিৎসকদের দল জেনোট্রান্সপ্লান্টেশন নামক পদ্ধতিটি পরিচালনা করার জন্য কেমব্রিজ-ম্যাসাচুসেটস ভিত্তিক ঔষধ প্রস্তুতকারক ইজেনেসিস থেকে শুকরের জিনগত রূপান্তরিত কিডনি সংগ্রহন করেন। শরীরের প্রত্যাখ্যান ও সংক্রামণ ঝুঁকি কমানোর জন্য কিডনিতে মোট ৬৯টি জিনগত রূপান্তর করা হয়। নেফ্রোলজিস্ট উইনফ্রেড উইলিয়ামস বলেন, কিডনি যদি ভালোভাবে কাজ করতে থাকে তাহলে আমি মনে করি এটি চিকিৎসা জগতের বিভিন্ন ক্ষেত্রে একটি অগ্রগতির প্রতিনিধিত্ব করে। মানুষের দেহে প্রথম সফলভাবে শূকরের কিডনি প্রতিস্থাপন বা তথাকথিত জেনোট্রান্সপ্লান্টেশন একটি মাইলফলক।

জিনগত রূপান্তরিত শূকরের এই কিডনি ভালোভাবে কাজ করলে এই গবেষণা সারা বিশ্বের বহু মানুষের প্রাণ বাঁচাবে বলে আশা করছেন অস্ত্রোপচারের সঙ্গে যুক্ত সার্জন ও গবেষকরা। সাধারণত মানুষ থেকে মানুষে অঙ্গ প্রতিস্থাপনের কাজ হয়ে থাকে। অঙ্গের জন্য অপেক্ষা করে সব সময় মানুষ মারা যাচ্ছে। যদি জিনগত রূপান্তরিত শূকরের অঙ্গ ব্যবহারে সফলতা আসে, তবে এ ধরনের মানুষের আর অপেক্ষা করতে হবে না। যুক্তরাষ্ট্রে বর্তমানে অঙ্গ প্রতিস্থাপনের অপেক্ষায় থাকা রোগীদের মধ্যে দিনে গড়ে ১৭ জনের মৃত্যু হচ্ছে। সেখানে অঙ্গ প্রতিস্থাপনের তালিকায় থাকা রোগীদের সংখ্যা লক্ষাধিক। জিনগত রূপান্তরিত শূকরের এই কিডনি প্রতিস্থাপন একটি যুগান্তকারী অস্ত্রোপচার এবং এটি অঙ্গের ঘাটতির সংকট সমাধানের এক মাইলফলক হিসেবে কাজ করবে। বিশ্বের এই প্রথম জেনোট্রান্সপ্লান্টেশন সার্জারি ভবিষ্যতে রোগীদের জন্য একটি গুরুত্বপূর্ণ নতুন বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে কাজ করবে।