ঢাকা | এপ্রিল ৮, ২০২৫ - ১০:৪৯ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েটের শিক্ষার্থী – দুই দিনের রিমান্ডে তিন আসামি

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Monday, December 23, 2024 - 11:34 am
  • News Editor
  • পঠিত হয়েছে: 118 বার

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলে প্রাইভেটকারের চাপায় বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামির দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার সকাল সাড়ে ১১ টায় নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাজী নুর মহসিনের আদালতে পুলিশ পাঁচ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করে। এসময় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করে দোষীদের শাস্তি দাবি জানান।

গত বৃহস্পতিবার রাত ৮ টায়র দিকে মোটরসাইকেলে করে নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ঘুরতে যান তিন শিক্ষার্থী। রাত তিনটার দিকে নীলা মার্কেট মোড়ে পুলিশের তল্লাশিচৌকিতে মোটরসাইকেলটি থামিয়ে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। এসময় বেপরোয়া গতিতে আসা একটি প্রাইভেট কার তল্লাশিচৌকিতে দাঁড়ানো মোটরসাইকেলে থাকা তিনজনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বুয়েটের শিক্ষার্থী মুহতাসিম মাসুদ। আহত তার সাথে থাকা দুই সহপাঠী মেহেদী হাসান ও অমিত সাহা।

এ ঘটনায় ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রাইভেট গাড়িতে থাকা তিনজনকে। তারা হলেন, প্রাইভেট কারের চালক মিরপুর ডিওএইচএস এলাকার বাসিন্দা সাবেক সেনা কর্মকর্ত আবদুল্লাহ আল মামুনের ছেলে মুবিন আল মামুন। তার বন্ধু মিরপুর পীরেরবাগ এলাকার মিরাজুল করিম ও উত্তরার আসিফ চৌধুরী। এ ঘটনায় নিহত শিক্ষার্থী মুহতাসিম মাসুদের পিতা সড়ক আইনে মামলা দায়ের করেন। এ মামলায় তাদের রিমান্ডে নিয়েছে পুলিশ।

এদিকে গ্রেপ্তার হওয়ার তিনজনের ডোপ টেস্টের জন্য শুক্রবার নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নেয় পুলিশ। পরে ডোপ টেস্ট পরীক্ষায় ২ জনের শরীরে মাদকের উপস্থিত পাওয়া যায়। চিকিৎসক জানায়, প্রাইভেট কারের চালক মুবিন আল মামুনের শরীরে গাঁজা ও অ্যালকোহল পাওয়া গেছে। আর আরোহীদের মধ্যে মিরাজুল করিমের শরীরে অ্যালকোহল যায়। এ ঘটনায় তাদের শনিবার রাতে পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা দায়ের করেন।

Proudly Designed by: Softs Cloud