নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাউছিয়া কাঁচাবাজারে ভয়াবহ অগ্নিকান্ড, দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে
নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা গাউছিয়া কাঁচা বাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে তিনটার টার দিকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০ ইউনিট গিয়ে দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক, মোঃ ছালেহ উদ্দিন, জানায়।
কাঞ্চন, আড়াইহাজার, ডেমরা ও পূর্বাচলসহ ১০টি ইউনিট
গিয়ে আগুন নিয়ন্ত্রণ আনলে পুড়ে কাঁচা বাজারের দোকানপাট। তবে এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি। এখনো পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া হয়নি। তদন্তে ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে জানায় ফায়ার সার্ভিস।