ভাবখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত-১
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহ সদর উপজেলার ১২নং ভাবখালী ইউনিয়নে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনের হামলায় ১জনকে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩০শে এপ্রিল) বিকাল আনুমানিক ৫ ঘটিকায় ইউনিয়নে চকবন পাথালিয়া গ্রামের প্রয়াত ছিদ্দিক মেম্বারের বাড়ীতে উক্ত ঘটনা ঘটেছে।এই ঘটনায় আহত ব্যক্তির নাম দুলাল মিয়া,সে স্থানীয় তোরাব আলীর ছেলে। একই এলাকার প্রভাবশালী আব্দুল আলীম এর নেতৃত্বে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল তার উপর এই হমলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। আহত দুলাল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১৬নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় আহত দুলালের স্ত্রী বিউটি বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে জানা যায়, একই এলাকার মুনসুর আলীর ছেলে আব্দুল আলীম গংদের সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে আহত দুলালের। ঐ বিরোধের জের ধরে আব্দুল আলীম দুলালের পরিবারের লোকজনকে বিভিন্ন সময় বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়ে আসলেও সে স্থানীয়ভাবে প্রভাবশালী বিধায় দুলাল ও তার পরিবারের লোকজন তার ভয়ে চুপ থাকতো। ঘটনার দিন গত ৩০শে এপ্রিল দুলাল তার ক্ষেতের ধান কাটতে গেলে ধানের ভোজাই নিয়ে বাড়ীতে ফিরার সময় পথিমধ্যে বসত বাড়ীতে প্রবেশের রাস্তা দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া নিয়ে কথা কাটাকাটি করে এবং হুমকি প্রদর্শন করে রাস্তা দিয়ে চলাচল না করতে।
পরে একই তারিখে বিকালে দুলাল বসত বাড়ী থেকে বের হওয়ার একমাত্র রাস্তা দিয়ে বাজারে যাওয়ার সময় রাস্তার উপর অস্ত্র – শস্ত্র নিয়ে উৎ পেতে থাকা আব্দুল আলীম, আব্দুল মতিন,সিয়াম,জিসান,কমলা ও শাবানাসহ আরো অজ্ঞাত ৪-৫জন দুলালের উপর হামলা চালায়। এসময় হামলাকারীরা দুলাল কে রামদা ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করতে থাকলে দুলালের ডাক চিৎকারে তার পরিবারের ও আশেপাশের লোকজন ঘটনাস্থলে দৌড়ে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। এসময় দুলাল গুরুতর আহত হওয়ায় পরিবার ও
প্রতিবেশীরা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। এই ঘটনায় দুলালের স্ত্রী বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন বিষয়টি জানতে পেরে আব্দুল আলীম বাড়ী থেকে পালানোর সময় তার ব্যবহ্রত মোটরসাইকেলটি রাস্তায় একটি কুকুরের সাথে দুর্ঘটনা ঘটলে এতে আব্দুল আলীম সামান্য ছালকাটা আহত হয়। তবে চৌকস আব্দুল আলীম বাদীর মামলা থেকে বাচঁতে তার মোটরসাইকেল দুর্ঘটনাটিকে কাজে লাগিয়ে বাদী পক্ষরা তাকে মারধর করেছে বলে এলাকায় গুঞ্জন ছড়িয়েছে।
স্থানীয়রা জানায় আব্দুল আলীম প্রায় সময়ই নিজের প্রভাব খাঁটিয়ে এলাকার নিরীহ মানুষের উপর অত্যাচার চালায়। স্থানীয় ভাবে সে প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেহ প্রতিবাদ করার সাহস করেনা।স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা গ্রাম্য শালিস করলেও সে কোন শালিস মানে না। এরকম বহু ঘটনা সে ঘটালেও তার বিরুদ্ধে কোন ব্যবস্থা কেউ নিতে পারেনি।
স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক জানায়-গত ঈদুল ফিতরের দিনে রাত্রিবেলায় স্থানীয় কিছু যুবকরা এলাকার একটি অনাবাদি পতিত জায়গায় ঈদের আনন্দ উপভোগ করছিলো। আব্দুল আলীম তার প্রভাবে এসব যুবকদের উপর অতর্কিত হামলা চালালে এতে একজনের হাতের ডানা ভেঙে আহত হয় এবং ৫-৬ হাজার টাকা ও কয়েকটি মোবাইল সেট সে কেড়ে নেয়। সেই ঘটনার একটি গ্রাম্য শালিস হওয়ার সময় নির্ধারণ কার্যক্রম পক্রিয়াধীন থাকা অবস্থায় সে আবারো দুলালের উপর হামলা চালিয়েছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার সাব ইন্সপেক্টর এসআই খন্দকার কাকন মিয়া বলেন, অভিযোগ পেয়েছি। মামলা রুজু হয়েছে। আসামী মতিন ও সিয়ামকে গ্রেফতার করা হয়েছে। বাকী আসামীদেরকেও খুব দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।