ঝড়ে ভেঙ্গে যাওয়া গাছ একাই সরালেন ট্রাফিক সার্জেন্ট জাফর ইমাম
নিজস্ব প্রতিবেদক:রাজধানীর বিভিন্ন জায়গায় ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। বৃষ্টির সঙ্গে ছিল বেশ ভারী বাতাস। ঝড় বৃষ্টির মধ্যে কাকরাইল মসজিদ থেকে মৎস্য ভবন যাওয়ার পথে একটি গাছ ভেঙে পড়ে যায়। ভেঙ্গে যাওয়া গাছ ও ডালপালা একাই সরালেন ট্রাফিক সার্জেন্ট জাফর ইমাম রবিবার (৫ মে ) রাত সাড়ে ১১ টার দিকে এই ঘটনাটি ঘটে।
জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের গাছটি পড়ে যাওয়ার কারণে ঝড় বৃষ্টির মধ্যে যান চলাচলের প্রায় বন্ধ হয়ে যায়। এসময় আশপাশ এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরে ঘটনা স্থলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফর ইমাম মৎস্য ভবন থেকে এসে ডালপালা সরিয়ে রাস্তা চলাচল স্বাভাবিক করেন।
এই বিষয়ে জানতে চাইলে ট্রাফিক পুলিশের সার্জেন্ট জাফর ইমাম বলেন, ঝড় বৃষ্টির মধ্যে মানুষ পাগলের মত তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করেন। এরমধ্যে রাস্তায় যানজট সৃষ্টি হয় পরে ঘটনাস্থলে গিয়ে দেখি একটি গাছ পড়ে আছে। ঝড় বৃষ্টির মধ্যে আমি ডালপালা ও গাছটি সরানোর চেষ্টা করি মাত্র।