ঢাকা | জানুয়ারী ১২, ২০২৫ - ৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে সচেতনতামূলক সভা

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, May 7, 2024 - 3:58 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 33 বার

মেহেদী হাসান,ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের ফুলবাড়ীতে লাম্পি স্কিন ডিজিজ বিষয়ক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতাল এর উদ্যোগে আলাদিপুর ইউনিয়নের ভিমলপুর গ্রামে এ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সচেতনতা মুলক বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড.রবিউল ইসলাম,ভেটেরিনারি সার্জন ডা:নেয়ামত আলী।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. রবিউল ইসলাম বলেন, আতঙ্কিত হবার কিছু নেই,এটি একটি ভাইরাসজনিত মৌসুমী চর্মরোগ, যা মশা-মাছির মাধ্যমে পশুর গায়ে ছড়ায়। কোন গবাদি পশু এ রোগে আক্রান্ত হলে, তাকে আলাদা করে মশারির নিচে রাখতে হবে। জ্বর হলে দিনে দুই-তিন বার মাথায় পানি দিতে হবে।

গুটি না ফাটা পর্যন্ত এন্টিবায়োটিক প্রয়োগ করা যাবে না। এ অবস্থায় এন্টিবায়োটিক দিলে আক্রান্ত প্রাণি মারা যেতে পারে। কেননা, আক্রান্ত প্রাণি এমনিতেই দুর্বল হয়ে পড়ে। কিছু নিয়ম মেনে চললে এবং চিকিৎসা নিলেই এ রোগ থেকে প্রতিকার পাওয়া সম্ভব।

এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারি ফিল্ড এসিস্ট্যান্ট, ফিল্ড ফেসিলিটেটর, কমিউনিটি এক্সটেনশন এজেন্টসহ স্থানীয় খামারিগণ।
সভা শেষে উপস্থিত সকলের মাঝে লাম্পি স্কিন ডিজিজ প্রতিরোধে পরামর্শ মুলক লিফলেট বিতরণ করা হয়।