ঢাকা | ডিসেম্বর ২৫, ২০২৪ - ১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ

বালাগঞ্জের সামসুল ইসলাম লন্ডনের university of central Lancashire থেকে মাস্টার্স ডিগ্রী

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Saturday, July 13, 2024 - 3:36 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 125 বার

হেলাল আহমদ বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের কৃতি সন্তান হাফেজ মাওলানা সামসুল ইসলাম লন্ডনের University of central Lancashire

ইউনিভার্সিটি থেকে MSC Human Resource managment এর উপর মাস্টার্স
ডিগ্রি অর্জন করেছেন।
গত ১১ জুলাই তিনি এ ডিগ্রী অর্জন করেন।
সামসুল ইসলাম বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের চাম্পারকান্দি গ্রামের
মাস্টার সোনাহর আলির ছেলে।

তিনি ২০২৩ সালে লন্ডনের  University of central Lancashire ইউনিভার্সিটিতে মাস্টার্স অপ সাইনস ইন হিওম্যান রিসোর্স মানেজম্যান্ট বিভাগে পড়াশোনার জন্য লন্ডনে যান।
সামসুল ইসলাম ইসলামিক আরাবিক ইউনিভার্সিটি ঢাকা থেকে ২০২০ সালে  Bachelor of Arts সম্পুর্ণ করেন। এছাড়াও তিনি ২০০৬ সালে হিফযুল কুরআন এবং ২০১৪ সালে কওমি মাদরাসা থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন।

তিমি দেশে থাকাকালীন সময় খেলাফত মজলিস দেওয়ান বাজার ইউনিয়ন শাখার সহসাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

লন্ডন থেকে মুঠোফোনে সামসুল ইসলাম জানান, আমার পরিবার আমাকে নিয়ে ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল আমি বড় হয়ে যেনো সু শিক্ষিত ও প্রতিষ্ঠিত হই। এই জন্য আমি মন দিয়ে পড়াশোনা করার চেষ্টা করেছিআমার পরিবার আমাকে সব সময় সাপোর্ট করেছেন। গত ১১ জুলাই আমার গ্রাজুয়েশন অর্জন করেছি ।

আমার এই  অর্জন আমার দেশে ও উপজেলার গর্ব। আমার রেজাল্ট নিয়ে আমি গর্ববোধ করি এবং এই অনুভূতি আমার কষ্টের সবকিছু লাঘব করে দিয়েছে। আর মনে হয়েছে আমার পরিবারের স্বপ্ন পূরণ করতে পেরেছি। আজ এত দূর এসেছি আমার বাবা, মা, ভাই ও বোনের দোয়াতে। আমি উপজেবাসীর কাছে দোয়া চাই যেন আমার অর্জন আর সাফল্য ধারাবাহিক ভাবে ধরে রাখতে পারি এবং দেশের নাম উজ্জল করতে পারি।