ঢাকা | জানুয়ারী ১০, ২০২৫ - ৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ড্রিম সিটি বিল্ডার্স সিটিজির জমির দলিল হস্তান্তর

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 8, 2024 - 3:24 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 19 বার

রাঙ্গুনিয়া প্রতিনিধি:“সবাই মিলে জমি কিনি, নিজের বাড়ি নিজেরাই গড়ি” প্রাতিপাদ্যে নির্ধারণ সময়ের মধ্যে জমির দলিল শেয়ার হোল্ডারদের হস্তান্তর করে প্রকৃত মালিকানা বুঝিয়ে দিয়েছে চট্টগ্রামের নতুন বিল্ডার্স প্রতিষ্ঠান “ড্রিম সিটি বিল্ডার্স সিটিজি”। মঙ্গলবার (২৭ আগষ্ট) নগরীর জিইসিতে একটি রেস্টুরেন্টে দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জমির শেয়ার হোল্ডার ও কোম্পানির প্রতিনিধিরা। হস্তান্তর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ তসলিম উদ্দিন।

প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মো. আবদুর সালাম।
ল্যান্ড শেয়ারিংয়ে চট্টগ্রামে ড্রীম সিটি বিল্ডার্স সিটিজি একটি আর্দশ প্রতিষ্ঠান অ্যাখ্যা দিয়ে ডিরেক্টর মো. তসলিম উদ্দিন বলেন, বর্তমান বাজার দরে ফ্ল্যাট কিনে মানুষের অতিরিক্ত অর্থ অপচয় হচ্ছে। আমরা নতুন গ্রাহকদের জমি সহ বাসা বুঝিয়ে দিচ্ছি বাজার মূল্যের ১০০% এর মধ্যে ৪০% পার্সেন্ট কম করেছে,

নায্যমূল্যে জমি ও ফ্লাটের মালিকানা পাচ্ছেন,শুধু তাই নয় আমাদের কোম্পানি সর্বপ্রথম একজন গ্রাহককে তার আমানতের টাকার প্রথম ধাপ আমরা জমি রেজিস্ট্রি করে নাম জারিসহ বুঝিয়ে দিচ্ছি আমাদের লক্ষ্য হল প্রতিটি পরিবারকে তাদের সাশ্রয়ী মূল্যের এবং টেকসই আবাসন সমাধান প্রদানের মাধ্যমে ক্ষমতায়ন করা। সততা ও নিষ্ঠার সাথে মানুষের আমানত হস্তান্তর করতে পেরে তিনি স্বস্তি প্রকাশ করেন।

ছবির ক্যাপশন: ড্রিম সিটি বিল্ডার্স সিটিজির জমির দলিল হস্তান্তর করছেন প্রতিষ্ঠান প্রতিনিধিরা।
ইসমাঈল হোসেন, রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
০৮-০৯-২০২৪ইং ০১৮৬৭২৯১০৩৩