ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ১:৩৭ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

তানোরে আলিম সরদারের বিরুদ্ধে মানববন্ধন এলাকায় তোলপাড়!

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 22, 2024 - 5:56 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 72 বার

সোহানুল হক পারভেজ  রাজশাহী বিভাগীয় প্রধান : রাজশাহীর তানোরের বারঘরিয়ার মৃত মুকছেদ আলীর পুত্র আব্দুল আলীম সরদারের বিরুদ্ধে জমি জালিয়াতি ও ভারতীয় নাগরিক রশিদুল হক ও ফজলুল হক চৌধুরীকে ৪নং সরনজাই ইউপি ৫ নং ওয়ার্ডে জামিন সিধাইড় গ্রামে তার ভাইরা রফিকুল ইসলাম মাষ্টার এর আইডির ঠিকানায় জন্ম নিবন্ধন ও এন আইডি সৃজিত করিয়া বাংলাদেশী নাগরিক সাজাইয়া জমি জালিয়াতি করেন।এনিয়ে আজ উপজেলা কৃষি অফিসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে মানববন্ধন সাধারণ প্রায় ৫০০ জনগনকে হয়রানি মূলকভাবে হেনস্তা করছেন বলে জানা যায় এবং কাঁমারগা ইউপির বারঘরিয়া গ্রামের লোকজনের কাছে সে চিটার আলিম নামে পরিচিত। এ নিয়ে আজ ২২ সেপ্টেম্বর রবিবার দুপুর ২ টায় এ মানববন্ধন করেছেন এ্যাডভোকেট আতিকুর রহমান পরাগসহ পবা উপজেলার আলীগঞ্জ মজার সাধারন প্লট মালিকগন সকলে এ মানববন্ধন করেছেন। অভিযোগ সূত্রে জানা গেছে ভূমিদস্যু ও দালাল হিসেবে পরিচিত ১) মোঃ অব্দুল আলীম সরদার,পিতাঃ মোঃ মকসেদ সরদার ,বারঘরিয়া হাতিশাইল,তানোর,রাজশাহী ,অসৎ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে, তার সহযোগী ২) মোঃ রফিকুল ইসলাম (আলীম এর ভায়রা) জামিন সিধাইড়,সরনজাই তানোর রাজশাহী এর প্রত্যক্ষ সহযোগিতায় মিথ্যা তথ্য উপাত্ত ব্যবহার করে।তানোর উপজেলার সরনজাই ইউনিয়ন পরিষদ এর উদ্দোক্তা ৩) মোঃ মামুনুর রশিদ (রফিকুল এর প্রতিবেশি) এর মাধ্যমে ভারতীয় নাগরিক রশিদুল হক চৌধুরী (Adhar Card NO-740042196147) এবং ফজলুল হক চৌধুরী (Adhar Card NO-383793342751) এর অবৈধ জন্ম নিবন্ধন সনদ তৈরি করেছেন। এমনকি অবৈধভাবে জন্ম নিবন্ধন সনদ তৈরির কাজে সরনজাই ইউনিয়ন পরিষদ এর বর্তমান চেয়ারম্যান ৪) মোঃ মোজাম্মেল হক, ভূমিদস্যু ও দালাল মোঃ আব্দুল আলীম সরদারকে সার্বিক সহযোগিত প্রদান করে আসছে।এনিয়ে আজ তানোর উপজেলার কৃষি অফিসার সাইফুল্লাহ আহমেদ বলেন এ্যাডভোকেট আতিকুর রহমান পরাগের শুনানী নেয়া হয়েছে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ বিষয়ে সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন,মরহুম সাবেক চেয়ারম্যান আব্দুল মালেক থাকতে এ কাজগুলো হতে পারে,তবে আমি নবনির্বাচিত চেয়ারম্যান হয়ে অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেব বলে জানান তিনি।