ঢাকা | জানুয়ারী ৭, ২০২৫ - ১:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

সখীপুরে শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়ন দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Sunday, September 22, 2024 - 5:54 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 47 বার

শরিফুল ইসলাম বাবুল, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন। রোববার (২২ সেপ্টেম্বর) বিকেলে শিক্ষকদের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা’র (ইউএনও) হাতে এ স্মারকলিপি তোলে দেন। এ সময় একই উপজেলার শিক্ষক প্রতিনিধি মুক্তি, নাজমুল তালুকদার, সায়মন হাসান জাহিদ ও ফেরদৌস আহমেদ শুভ প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার শিক্ষকদের বেতন বাড়ানোর দাবিকে পূর্ণ সমর্থন দিয়েছেন বলেও জানান স্থানীয় ওই শিক্ষক নেতারা।

“দেশজুড়ে ১০ম গ্রেড নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া পাওয়ার দৃশ্য দেখা গেছে। এ নিয়ে শিক্ষকেরা ব্যক্তিগত ও স্কুল পর্যায়ে প্রতিবাদ জানাচ্ছেন।”

এদিকে আজ দুপুরে শিক্ষা উপদেষ্টার সাথে দেখা করতে যান ১০ম গ্রেড বাস্তবায়ন পরিষদের কেন্দ্রীয় শিক্ষক নেতারা। উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাৎকালে শিক্ষা সংস্কারে ১০ম গ্রেডের যথার্থতা তুলে তুলে ধরেন ওই শিক্ষক নেতারা।

জানতে চাইলে এ বিষয়ে ‘সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড দাবি বাস্তবায়ন পরিষদ’
সখীপুর উপজেলার সমন্বয়ক নাজমুল তালুকদার বলেন ,সরকার পতনের পর আমরা দাবি নিয়ে অন্যদের মতো রাস্তায় নামিনি। বৈষম্যবিরোধী সরকারকে বিব্রত করিনি। কিন্তু অর্থাভাবে এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে।

এ সময় তিনি ১০ম গ্রেডের জোর দাবি তুলে আরো বলেন, “সরকার সাত কর্মদিবস সময় নিয়েছে স্টকহোল্ডারদের সঙ্গে কথা বলার জন্য। ওই সময়ের পরে শিক্ষকদের আশার প্রতিফল না হলে আমাদের কর্মবিরতি ছাড়া উপায় থাকবে না। কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।”

উল্লেখ্য, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গত (২০ সেপ্টেম্বর) শুক্রবার বেলা ১১টার দিকে সখীপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণ। শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবিতে এ মানববন্ধন করা হয়েছে। প্রায় দুই শতাধিক শিক্ষকদের উপস্থিতিতে এ মানববন্ধনে বক্তারা শিক্ষকদের হীন অবস্থার চিত্র তুলে ধরেন।