ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৪ - ৭:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা,ভিত্তিহীন অপপ্রচারের অভিযোগ।

  • দৈনিক নবোদয় ডট কম
  • আপডেট: Tuesday, November 12, 2024 - 3:45 pm
  • News Editor
  • পঠিত হয়েছে: 34 বার
গত ১০.১১.২৪ ৩ তারিখ আপনার দেশ টিভিতে প্রচারিত সংবাদটি আমি নিম্ন স্বাক্ষরকারী দৃষ্টি গোচর হয়েছে।সংবাদটি সম্পূর্ণ মিথ্যা,ভিত্তিহীন ও কল্পনা প্রসূত।ইউনিক বিল্ডার্স এর এম.ডি মাহাবুবুর রহমানের সাথে প্রকাশিত সংবাদ মতে আমার সাথে কোন লেনদেন হয় নাই এবং লেনদেন হওয়ার কোন কারণও ছিল না।মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের আমার পূর্ববর্তী অধ্যক্ষ জনাব, চিত্ররঞ্জন চক্রবর্তী বর্ণিত সম্পত্তি অধিগ্রহণের জন্য শিক্ষা মন্ত্রণালয় বরাবর পত্র পেরণ করেন।
উক্ত পত্রের ধারাবাহিকতা এতদ্ববিষয়ে মুমিনুন্নিসা সরকারী মহিলা কলেজের প্রাইভেসি রক্ষার্থে অধিগ্রহণের স্বপক্ষে পত্র পেরণ করি।ময়মনসিংহ সিটি মেয়রের নকশা অনুমোদনের সাথে আমি নিম্ন-স্বাক্ষরকারীর সঙ্গে কোন যোগাযোগ নাই এবং থাকার স্বপক্ষে কোন কারণও বিদ্বমান নাই।
বর্ণিত মাহাবুবুর রহমানের সাথে আমার তার গুলকি বাড়িস্থ বহুতল ভবনের ফ্ল্যাট ক্রয়-বিক্রয় সংক্রান্ত লেনদেন ছিল।উক্ত লেনদেন এর হিসাবে আমি তার নিকট দশ লক্ষ টাকা প্রাপ্ত হই।
উক্ত টাকার বিপরীতে তিনি আমাকে চেক প্রদান করেন। উক্ত চেকের টাকা দাবী করায় তিনি উক্ত মিথ্যা ঘটনা অবতারণা করেন।
বর্ণিত মাহাবুবুর রহমানের সাথে কথিত মতে কোন ঘটনা ঘটে নাই এবং বর্ণিত চেকের টাকার দ্বায় হতে অব্যাহতি পাওয়ার জন্য আমাকে সামাজিক ভাবে এহেন হেয় প্রতিপন্য করা।
কুচক্রী মহল পরিকল্পিত ও ষড়যন্ত্র মূলক ভাবে উদ্দেশ্য প্রনোলিত হয়ে আমাকে হেয় প্রতিপন্য করার হীন মানসিকতা নিয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য সরবরাহ করে।এবং উক্ত মিথ্যা সংবাদটি প্রকাশ ও প্রচার করার অনুপ্রেরণা যুগিয়েছে।